বিধানসভা নির্বাচন : প্রধানমন্ত্রীর উত্তর-পূর্ব সফর শুরু ১৮ মার্চ, প্রথম সভা করিমগঞ্জে
বিধানসভার নির্বাচনী প্রচার তুঙ্গে তুলতে বরাকে বিজেপির নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এবারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের ভাটগ্রাম ও শ্রীগৌরী এই দুই জায়গার মধ্যে একটিতে। শিলচরের সাংসদ রাজদীপ রায় আজ সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।
অন্যতম সাম্ভাব্য স্থান উত্তর করিমগঞ্জের ভাটগ্রাম বাইপাস এলাকা পরিদর্শন করে রাজদীপ রায় বলেন, “যে স্থানটিতে সভা হবে সেখানে অনেক ধরনের প্রটোকল আছে – হেলিপ্যাড, বেরিকেডিং, যারা সভায় আসবে তাদের প্রবেশ এবং বেরোবার আলাদা রাস্তা, নিরাপত্তা, যানবাহন চলাচলের সুব্যবস্থা এই ধরনের অনেক প্রটোকল রয়েছে। এই নিয়মকানুন গুলো যেখানে সম্পূর্ণরূপে ‘ফুলফিল’ হবে, সেখানেই হবে সভা। আগামী কালকের মধ্যে উত্তর করিমগঞ্জের ভাটগ্রাম ও শ্রীগৌরী এই দুই জায়গার মধ্যে একটাকে স্থির করা হবে সভাস্থল হিসেবে।
সাংসদ আরো জানান, ইতিমধ্যে দিল্লি থেকে একটি টিম এসে পৌঁছেছে, যাঁরা খতিয়ে দেখছেন বিষয়গুলো, বৃহস্পতিবার আরো একটি টিম আসবে।
সাংসদ খুশি ব্যক্ত করে বলেন, করিমগঞ্জ জেলার একটা বিশেষ প্রাপ্তি এই যে, আসামের মধ্যে প্রথম করিমগঞ্জ থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা শুরু করছেন। এবার করিমগঞ্জ থেকে অনেক কিছুই শুরু হয়েছে। বিজেপির রাজ্যিক দলীয় কার্যবাহী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জে, পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ও করিমগঞ্জ থেকে শুরু হয়েছে সমগ্র আসামে।
প্রধানমন্ত্রীর জনসভায় জনসমাগম সম্বন্ধে আশা ব্যক্ত করে রাজদীপ রায় বলেন, সাড়ে তিন লক্ষ কর্মী-সমর্থক হবে বলে আশা করা হচ্ছে।
বিজেপি দলের নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে রাজদীপ রায় জানান, “আগামীকালকে অনেক ব্যস্ততা থাকবে, কারণ বরাক উপত্যকার তিন জেলায় বিজেপির দলীয় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন ।
Comments are closed.