পাথারকান্দিতে পায়েস খেয়ে মৃত্যু বৃদ্ধার, অসুস্থ ৯
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত পাথারকান্দির এক গোটা পরিবার। মৃত্যু হয়েছে ৬৭ বছরের শ্যামলা শুক্ল বৈদ্যের, পরিবারের বাদবাকি ৯ জন অসুস্থ ।
এই চাঞ্চল্যকর ঘটনা পাথারকান্দি থানার অধীন দোহালিয়া ফরিদকোনা জিপির তিন নম্বর ওয়ার্ডের রাজু শুক্লবৈদ্যর বাড়িতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজু শুক্ল বৈদ্যর ভাগ্নে রিপন শুক্লবৈদ্য শুক্রবার রাতে বাড়ির পাশের মোদির দোকান থেকে খোলা গুঁড়ো দুধ কিনে এনে পায়েস বানায়। রাতে শুধু একটি শিশু এই পায়েস খেয়ে ছিল, অন্যরা সকালে খাবার জন্য রাখা হয়, ঐ শিশু কিন্তু অসুস্থ হয়নি।
শনিবার সকালে রাজু শুক্লবৈদ্যর বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের বাড়ির লোকজন এসে দেখতে পান অর্ধ চৈতন্য অবস্থায় খাটে-মেঝেতে সবাই ছটফট করছেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, সবাইকে উদ্ধার করে পাঠায় পাথারকান্দি হাসপাতলে। হাসপাতালে নেওয়ার একটু পরেই প্রাণ হারান শ্যামলা শুক্লবৈদ্য। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের করিমগঞ্জ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আলপনা শুক্লবৈদ্য (৩৫), অমৃতা শুক্লবৈদ্য (১৫) ও রাজ (১) শুক্লবৈদ্যকে । করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজু শুক্লবৈদ্য(৩২), শুক্লারানী শুক্লবৈদ্য(৩০), সুমিতা শুক্লবৈদ্য(১৫), প্রিয়াঙ্কা পোদ্দার(১৪), রিপন শুক্লবৈদ্য (১৭) ও সুজাতা শুক্লবৈদ্য(৬)। প্রিয়াঙ্কা মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
খাদ্যে বিষক্রিয়া কিভাবে ঘটল এই নিয়ে ধন্দে রয়েছে পুলিশ, পায়েস এবং দুধের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই ব্যাপারে তদন্ত ও জারি রয়েছে।
Comments are closed.