কাছাড়ের জিরিঘাট থেকে দুই সন্দেহভাজন জঙ্গি আটক, উদ্ধার বন্দুক, গান পাউডার; "আইনি পদক্ষেপ নেওয়া হছে," এসডিপিও
এক বড় ধরনের সাফল্য পেল লক্ষীপুর পুলিশ। এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে, এসডিপিও লক্ষ্মীপুর কুল প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল অভিযান চলায়। এই যৌথ অভিযান সাথে ছিলেন ওসি জিরিঘাট, ওসি জয়পুর এবং ডিমা হাসাও পুলিশের একটি দল।
দলটি জিরিঘাট পুলিশ ফাঁড়ির অধীন বিজুংসাও বস্তিতে এই অভিযান চালায়। এসডিপিও ভট্টাচার্য জানান, অভিযান সফল হয়েছে। ভট্টাচার্য বলেন, “এদের কাছ থেকে কারখানায় তৈরি বন্দুক, বারুদ, গুলি, ছদ্মবেশের পোশাক এবং বুট উদ্ধার করা হয়েছে।”
বিজুংসাও গ্রামের চকনখেউ লাল মারের ছেলে ডারনেইথুম মার এবং লাতোক লিয়েন চোরাইয়ের ছেলে জেহোবা চোরাইকে গ্রেপ্তার করা হয়েছে। জেহোবা ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা। ভট্টাচার্য যোগ করেছেন, “তাদের উভয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এসডিপিও কুল প্রদীপ ভট্টাচার্য বলেন, “সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারা একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকতে পারে এবং আমরা সেই সম্ভাবনা খতিয়ে দেখছি।”
Comments are closed.