গতকাল রাতের মধুরবন্দের অপ্রীতিকর ঘটনায় পনেরো জন গ্রেফতার; ১৪৪ ধারা জারি ।
জেলা প্রশাসন শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাতে কালীবাড়ি চর এবং আশপাশ এলাকায় অপ্রীতিকর ঘটনায় পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, আজ ওই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন মাকসুদ আহমেদ লস্কর (২৫), হায়দার হোসেন (৩০), নাসিম আহমেদ লস্কর (৩০), সেলিম ভূঁইয়া (৪০), রিয়াজ উদ্দিন তালুকদার(৩৫),আব্দুল হাকিম বড়ভূইয়া(২৩) আহমদুর লস্কর(২৫), আহমদ হোসেন বড়ভূঁইয়া(২৬), আবদুল্লা লস্কর(২৮) রূপম চৌধুরী(৩৮),নুর আহমদ(২৪), জামাল উদ্দিন লস্কর, নীরেন্দ্র চন্দ্র দাস(৩৪) ও অরবিন্দ দাস(৩৪)।
এদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৩৩, ৩৩৫,৩৩৬ এবং ৩৩৭ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই ধারাগুলিতে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গায় জড়িত হওয়া, ব্যক্তিকে আক্রমণ করা ইত্যাদি উল্লেখিত আছে। দোষী সাব্যস্ত হলে এই মামলাগুলোতে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।
আজ সকালে জেলাধিপতি ১৪৪ ধারা জারি করে কালীবাড়ী চর, ভূঁইয়া লেন মধুরবন্দ, ওয়াটার ওয়ার্কস রোড এবং ফাটকবাজার কালীবাড়ি সংলগ্ন এলাকাতে নিষেধাজ্ঞা জারি করেন। ওই নিষেধাজ্ঞাতে বলা হয় যে, যেহেতু শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে তাই জেলাধিপতি ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা জারি করেছেন।
এই আদেশ অনুসারে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে যার ফলে ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, রেলি,ধর্ণা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সাথে কোনো ধরনের বাজি-পটকা ফাটানোও নিষেধ করা হয়।
Comments are closed.