Also read in

শ্বশুরবাড়ি বেড়াতে এসে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক করিমগঞ্জে গ্রেফতার

গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে করিমগঞ্জ সেটেলমেন্ট রোড এলাকার ঈদগাহের সামনা থেকে এক বাংলাদেশী নাগরিককে বুধবার সন্ধ্যা রাতে পাকড়াও করতে সক্ষম হলো বিএসএফের ৭ নং ব্যাটালিয়ন। পরে তাকে করিমগঞ্জ সদর থানায় সমঝে দেওয়া হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধৃত বাংলাদেশি যুবকের নাম ফয়েজ উদ্দিন ওরফে ডালিম (২৩)। এই অবৈধ অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত বুবারতল গ্রামের মাজগান্ধায় । মাসখানেক আগে পাথারকান্দির সাতকরাগুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। হাইলাকান্দির লালামুখ এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল সে। অন্য একটি সূত্রে জানা গেছে, সে গরু-মহিষ চোরা কারবারের সঙ্গে ও জড়িত রয়েছে।

তার কাছ থেকে কিছু ভারতীয় টাকা ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সীমান্তরক্ষী বাহিনীর কড়া প্রহরা এবং কাঁটাতার ডিঙিয়ে কি করে এক বাংলাদেশী নাগরিক ভারতীয় নাগরিককে বিবাহ করে নিয়ে যায় আবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে সেটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

Comments are closed.

error: Content is protected !!