
বাইক চোর রাজু আহমেদ ও আব্দুল মুনাফ পুলিশের হাতে গ্রেফতার, লিংক রোড থেকে চুরি যাওয়া বাইক শালচাপড়ায় উদ্ধার
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছাড়কে দেওয়া উপমা আজ অর্থহীন। ‘শান্তির দ্বীপ’ আজ বহু অর্থে অশান্ত। বাড়ছে অপরাধ প্রবণতা। চুরি, ডাকাতি, খুন আজ কাছাড় তথা বরাক উপত্যকার জন্য সাদামাটা ঘটনা। প্রায় প্রতিনিয়ত ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত হল আরো একটি চুরির ঘটনা। তবে এবার ইতিবাচক দিক হচ্ছে, স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগে চোরকে আটক করা সম্ভব হয়েছে।
ঘটনাটি ঘটেছে শিলচরের প্রথম লিঙ্ক রোডে। জানা যায়, শনিবার ভোরে শুভ্রাংশু পালের বাড়ি থেকে একটি পালসার বাইক চুরি হয়।কিন্তু বাইকটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় শালচাপড়ায় পুলিশ এবং স্থানীয় জনতার হাতে ধরা পড়লো এই দুই বাইক চোর।
জানা যায়, বাইক চুরি হওয়ার পর শুভ্রাংশু পাল রাঙ্গিরখাড়ি থানায় পুলিশের কাছে ঘটনাটি জানান। এরপর রাঙ্গিরখাড়ি পুলিশ বাইক চোরকে ধরতে তৎপর হয়। এরই ফলশ্রুতিতে শালচাপড়া পুলিশ ও স্থানীয় জনতা আটক করতে সমর্থ হয় দুই বাইক চোরকে। আরো জানা যায়, বাইক চোর দুজন করিমগঞ্জের বাসিন্দা। ধৃত দুই বাইক চোর হল রাজু আহমেদ চৌধুরী ও আব্দুল মুনাফ চৌধুরী।
এরপর রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই বাইক চোরকে আটক করে শিলচর নিয়ে আসে। পরে তাদের আদালতে পেশ করা হয়। বাইক চোর দুজন পেশায় ট্রাকচালক বলে পুলিশ সূত্রে জানা যায়।
Comments are closed.