জাতীয় নাগরিক পঞ্জির কাজে নিয়োজিত শিক্ষক সেই 'ঘোষিত বিদেশী' খইরুল ইসলাম গ্রেফতার
একেই বলে, ,বজ্র আঁটুনি ফস্কা গেরো’ ! জাতীয় নাগরিক পঞ্জীর অর্থাৎ এনআরসির কাজে নিয়োজিত ট্রাইব্যুনালের দ্বারা ‘ঘোষিত বিদেশী’। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খইরুল ইসলামকে ২০১৬ সালে মরিগাঁও এর তিন নম্বর ফরেনার্স ট্রাইব্যুনালে বিদেশী বলে ঘোষণা করা হয়েছিল। বিদেশী হিসেবে ঘোষণার পরেও খইরুল মরিগাঁও এর ঠেংশালি খন্দা পুখুরি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা চালিয়ে আসছিল।
এই শিক্ষকতার সূত্রেই তাকে এনআরসির কাজে নিয়োজিত করা হয়। ২০১৭ সনের ডিসেম্বর মাস থেকে এনআরসির সরকারি কাজ করে আসছিল সে। এনআরসির খসড়া প্রকাশিত হবার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে যে খইরুল এককালের ঘোষিত বিদেশি ! তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।
মরিগাঁও পুলিশ মৈরাবারী এলাকায় আত্মগোপন করে থাকা অবস্থায় গ্রেফতার করেছে তাকে। খুব শিগগিরই তেজপুরের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তাকে। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন মরিগাঁওয়ের পুলিশ অধীক্ষক স্বপ্ন নীল ডেকা।
খইরুল এর মা বোন এবং দুই ভাইকে গ্রেফতার করার জন্য জোরদার প্রয়াস চলছে। শিগগিরই এদেরকে ও জালে পোরা হবে বলে পুলিশের এসপি মহোদয় জানালেন।
Comments are closed.