ব্যাঙ্কে চাকুরি দেওয়ার নামে বেকারদের ইন্টারভিউতে ডেকে গ্রেপ্তার প্রতারক রাজু দাস
সেন্ট্রাল ব্যাঙ্কে চাকুরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে করিমগঞ্জের এক প্রতারককে গ্রেফতার করল শিলচর পুলিশ। বৃহস্পতিবার একটি হোটেল থেকে রাজু দাসকে গ্রেফতার করা হয়।
করিমগঞ্জের লঙ্গাই রোডের বাসিন্দা রাজু দাস সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ‘নিয়োগের ইন্টারভিউয়ের’ জন্য মোট ১৮ জন বেকার যুবককে ডেকেছিল শিলচর নরসিংটোলার হোটেল গেটওয়েতে। ইন্টারভিউ দিতে আসা অভিযোগকারীরা জানিয়েছেন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ব্রাঞ্চ ম্যানেজার ও অন্যান্য পদে নিযুক্তির জন্য রাজু দাস ওএলএক্স ডট কম ও নকরি ডট কমে বিজ্ঞাপন দিয়েছিল। ওই বিজ্ঞাপন অনুযায়ী রাজুর সঙ্গে যোগাযোগ করলে এদিন নরসিংটোলার ওই হোটেলে ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হয়।
সেই অনুযায়ী ইন্টারভিউ দিতে এলে রাজা হোটেলের একটি কক্ষে বিছানার উপর বসে তাদের লিখিত পরীক্ষা দিতে বলে। বিছানায় বসে পরীক্ষা দেওয়া এবং প্রশ্নপত্রের ধরন দেখে তাদের সন্দেহ হয়। ব্যাঙ্কে খবর নিয়ে জানতে পারে যে এ ধরনের কোনো নিযুক্তি হচ্ছে না সেন্ট্রাল ব্যাঙ্কে। প্রতারণার ফাঁদে পড়েছে বুঝতে পেরে বেকার যুবকেরা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে রাজুকে থানায় নিয়ে যায়।
রাজু পরে স্বীকার করে যে সে সেন্ট্রাল ব্যাংকের কেউ নয়, বাস্তবে টাটা এআইজি’র একজন এজেন্ট। তার অধীনে আরো এজেন্ট নিযুক্তির জন্য সে এভাবে সেন্ট্রাল ব্যাংকের নামে বিজ্ঞাপন দিয়েছিল। নিজের নামে বিজ্ঞাপন দিলে তেমন গুরুত্ব পাবে না এই ভেবে সে সেন্ট্রাল ব্যাংকের নাম ব্যবহার করেছিল বলে আমার জানায় সে। তবে রাজার এই অজুহাত বেকার যুবকরা মেনে নিতে পারেননি। আর্থিক প্রতারণা করাই উদ্দেশ্য ছিল রাজার, এটাই মনে করছেন অভিযোগকারীরা; বড় ধরনের প্রতারণা থেকে বেঁচে গিয়েছেন, মনে করছেন তারা।
রাজু প্রথমত তার নাম বলেছিল অভিজিৎ দাস এবং ঠিকানা গুয়াহাটি। পরে তার কাছ থেকে নথিপত্র ঘেটে জানা যায় সে করিমগঞ্জ লঙ্গাই রোডের রাজু দাস। পুলিশি তদন্ত চলছে।
Comments are closed.