ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা! প্রধান শিক্ষক গ্রেফতার
বড়জালেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল আলীকে পুলিশ গ্রেফতার করেছে। নিজের স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানির প্রচেষ্টার দায়ে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে এই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।
জানা যায়, ছাত্রীটির বয়স আনুমানিক ১০ বছর হবে। ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে, এর বয়ান অনুসারে প্রধান শিক্ষক শুক্রবার ছাত্রীটিকে একটি কক্ষে ডেকে নিয়ে যান। পরে ওই কক্ষে আটকে রেখে তার শ্লীলতাহানীর চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। তবে ছাত্রীটি কোনোক্রমে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। যদিও ছাত্রীটি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। পরে বাড়ি গিয়ে সবাইকে ঘটনাটির বিষয়ে জানায়। তারপরই বাড়ির লোকজন থানায় এসে এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে আইপিসি ধারা ৩৪২ সহ আরো বিভিন্ন ধারার বিরুদ্ধে হয় মামলা করা হয় এবং পুলিশ শিক্ষককে গ্রেফতার করে। সোমবার জামিরুল আলিকে আদালতে পেশ করা হবে। টেট শিক্ষক জাহিরুল আলির বাড়ি ছোট জালেঙ্গায় বলে জানা যায়।
পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত এ ব্যাপারে মন্তব্য করে বলেন, এজাহারের উপর ভিত্তি করে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এখন ঘটনার সঠিক তদন্তের পরই আদালতের রায়ে দোষীর শাস্তি হবে। এ ঘটনায় কিছু সংগঠন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে এবং দোষীর যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।
Comments are closed.