Also read in

হাইলাকান্দিতে পুলিশ-সিআরপিএফ যৌথ অভিযানে জিলেটিন স্টিক,ডিটেনেটর উদ্ধার

হাইলাকান্দির বন্দুকমারা পুলিশ ফাঁড়ির সুদর্শনপুর প্রথম খন্ড গ্রামের এক বাঁশ ব্যাবসায়ীর বাড়ি থেকে জিলেটিন স্টিক সহ নানা আপত্তিজনক সামগ্রী উদ্ধারের খবরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতে কুচিলার ১৪৭ সি আর পি এফ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট নরেন্দ্র কুমার ও বন্দুকমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মক্রম আলির নেতৃত্বে সিআরপিএফ ও পুলিশ বাহিনী সুদর্শনপুর প্রথম খন্ডের জনৈক আমির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে জিলেটিন স্টিক সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে।।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪৮ টি জিলেটিন স্টিক, ৪৯ টি নন ইলেক্ট্রিক ডিটেনেটর, তিন মিটার তার, ৬০০ টি আর সেভেন ট্যাবলেট। পুলিশ ঘরের মালিক আমির উদ্দিনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে। যদিও পুলিশি জেরায় আমির উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিয়োগ অস্বীকার করে বলেছে এ সম্পর্কে সে কিছুই জানে না। তাঁর বাড়িতে কিভাবে এসব আপত্তিকর সামগ্রী এলো সে সম্পর্কে সে কিছুই বলতে পারে নি। তবে, পুলিশ তাকে গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।।

এখানে উল্লেখ্য যে জিলেটিন স্টিক, ডিটোনেটর প্রভৃতি সাধারণত কোন ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহার করা হয়। পাহাড় কেটে রাস্তা বানানোর কাজেও এটা সরকারী ভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই ঘটনায় জব্দ করা জিনিস গুলো কি উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং কে বা কারা রেখেছিল তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশি তদন্ত চলছে।

Comments are closed.