"বিয়ে করব,স্কুলের সবচেয়ে সুন্দরী ছাত্রীকে বের করে দাও", দাবি 'আশিক' দিলবারের: মামলা
এ যেন হিন্দি সিনেমায় বড়লোক পিতার বখে যাওয়া পুত্রের কাহিনী, চোখ চড়কগাছ হওয়ার মতো ঘটনা। তবে এটা বলিউড বা টলিউডের ঘটনা নয়, এটা শিলচর থানা এলাকার পূর্ব গোবিন্দপুর তৃতীয় খন্ডের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকার এক যুবক দিলবার হোসেন লস্কর বুধবার সকালে পূর্ব গোবিন্দপুর হাই স্কুলের ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় তাদের পথরোধ করে টানাহেঁচড়া করে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। সাথে দাবি করে, স্কুলের সবচেয়ে সুন্দরী ছাত্রীকে বের করে তার হাতে যেন তুলে দেওয়া হয়, সে বিয়ে করবে ওই সুন্দরী ছাত্রীকে।
ছাত্রীরা কোনমতে নিজেদেরকে মুক্ত করে স্কুলে এসে শিক্ষকদের ঘটনার কথা জানায়। পুরো ঘটনা জেনে নিয়ে, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে ঘটনার কথা অভিবাবকদের জানান। এতে আশিক দিলবার আরো ক্ষেপে যায় এবং সঙ্গীসাথীসহ অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলে চড়াও হয়। অফিস রুমে ঢুকে শিক্ষকদের হত্যার হুমকি দেয় এবং ছাত্রীদের সঙ্গে তার এ ধরনের আচরণ চলবে বলে সদম্ভে জানিয়ে যায়।
এই ঘটনা নিয়ে শিলচর সদর থানায় পৃথক পৃথকভাবে এজাহার দায়ের করেছেন পূর্ব গোবিন্দপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন লস্কর এবং এক স্কুলছাত্রীর অভিভাবক। পুলিশ দুটি এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করেছে, তবে অভিযুক্ত দিলবার এখনো নিখোঁজ।
এমনতর ঘটনায় পূর্ব গোবিন্দপুরে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.