Also read in

করিমগঞ্জে এক অপরাধীকে পুলিশের গুলি; "আত্মরক্ষায় নিয়ন্ত্রিত গুলি চালানো হয়েছিল," এসপি

গতকাল রাতে করিমগঞ্জ জেলার পাথারকান্দির খিলরবন্দ এলাকায় একটি ‘এনকাউন্টারে’ পুলিশ একজন গ্রেফতারাধীন আসামীকে লক্ষ্য করে গুলি চালায়। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে লক্ষ্মীপুর এলাকায় হাবিবুল বাহার খন্ডকার নামের এক বাসিন্দার ওপর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে সাইফুল হুসেন ওরফে ময়না মিয়া নামে ঐ ব্যক্তি ও ছিলেন।

গত শনিবার অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়। যুবকের পরিবারের সদস্যরা এফআইআর দায়ের করে এবং পুলিশ মামলার তদন্ত শুরু করে।

“আমরা ঠিক সময়ে ঘটনা উদঘাটন করেছি এবং অপরাধের সাথে জড়িত চার দুর্বৃত্তকে চিহ্নিত করেছি। চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে,” করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া জানান।

যাই হোক, ঘটনাটি ভিন্ন মোড় নেয় যখন পুলিশ সাইফুল হোসেনের বাড়িতে সেই অস্ত্র উদ্ধার করতে যায় যেটা দিয়ে সে গুলি করেছিল।

“সাইফুল পুলিশ কর্মকর্তাদের দলকে তার বাড়িতে নিয়ে যায় এবং অস্ত্র উদ্ধার করে। কিন্তু শীঘ্রই অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে আমাদের একজন কর্মকর্তার দিকে তাক করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের অফিসারদের গুলি চালাতে হয়। আত্মরক্ষায় নিয়ন্ত্রিত গুলি চালানো হয়েছিল,” এসপি বড়ুয়া যোগ করেন।

সংঘর্ষে সাইফুল হোসেন পায়ে আঘাত পেয়ে বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসপি বড়ুয়া জানিয়েছেন যে, কোনও পুলিশ আধিকারিক কোনও ধরণের আহত হননি।

Comments are closed.