নিখোঁজ হওয়ার সাতদিন পর পঁচা-গলা লাশ উদ্ধার সোনাইয়ের ব্যবসায়ীর
সোনাইয়ের ব্যবসায়ী পার্থপ্রতিম নাথ প্রায় একসপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ হওয়ার একটি এজাহার দায়ের করা হয়েছিল। তবে কিছুতেই তার সন্ধান পাওয়া যায়নি। শেষমেষ নিজের দোকানেই পঁচাগলা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। ঝাড়ু, বাঁশবেত সামগ্রীর ব্যবসা করতেন পার্থপ্রতিম নাথ।
বিয়ে করেননি এবং পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে থাকবেন। সম্প্রতি হঠাৎ করে তিনি নিখোঁজ হন, পুলিশে খবর দেওয়ার পরেও তার সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসীরা জানিয়েছেন, এক সময় পুলিশের আধিকারিকরা তার দোকানে এসেছেন এবং বাইরে থেকেই খোঁজখবর নিয়েছেন। অথচ ভেতরে তার মৃতদেহ পড়ে রয়েছে এটা কেউ বুঝতেই পারেননি। গত দুদিন ধরেই দোকানের আশেপাশে পচা গন্ধ পাচ্ছিলেন অনেকে। প্রথমে ভেবেছিলেন কোনও ইঁদুরজাতীয় কিছু মারা গেছে তাই গন্ধ হচ্ছে। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ বিকট রূপ নিতে থাকে। শেষমেষ আশেপাশের দোকানদাররা পুলিশকে খবর দেন এবং অনুরোধ করেন দরজা ভেঙে ভেতরে খোঁজ নিতে। দরজা ভাঙতেই দেখা যায় ভেতরে উলঙ্গ অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে। সেটা বেশ কয়েকদিন আগের মৃতদেহ ফলে পৌঁছে গিয়ে দুর্গন্ধ হতে শুরু করেছে।
পুলিশের আধিকারিকরা বাড়ির সদস্যদের ডেকে পাঠিয়ে মৃতদেহ শনাক্ত করেন এবং সেটা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর আসল কারণ কি। এখনও প্রাথমিক তদন্তে কোনও কারণ জানা যায়নি।
তার বড় ভাই কানাইলাল নাথ জানান, এক সপ্তাহ থেকে তার খোঁজখবর না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে গত চারদিন আগে সোনাই থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা করা হয়। তিনি বলেন, “পার্থপ্রতিম নাথ বিগত সপ্তাহ দিন থেকে নিখোঁজ ছিল। আমরা পুলিশকে খবর দিয়েছি কিন্তু তার নিখোঁজ হওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। সে মৃত অবস্থায় দোকানের ভিতরে পড়ে আছে, এটা ভাবতে পারিনি আমরা। আশা করছি পুলিশের তদন্তে মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে।”
পুলিশের তরফে বলা হয়েছে, এটা খুন না আত্মহত্যা এব্যাপারে তদন্ত চলছে। তার মৃতদেহ দোকানের ভিতর কি করে এলো এর পিছনে কী রহস্য পুরোটাই জানা যাবে মৃত্যুর কারন জানলে পরে। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Comments are closed.