Also read in

দুধপাতিল এলাকায় বন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

শিলচর সংলগ্ন দুধ পাতিল লারসিংপার এলাকায় এক তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ।

পিংকি পাল নামের ২৪ বর্ষীয়া গৃহবধূর স্বামী সুভাষ পাল বর্তমানে নিখোঁজ, সন্দেহ করা হচ্ছে নিজের স্ত্রীকে খুন করে পালিয়েছে সুভাষ। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিঙ্কির বাবার বাড়ি কাটাখালে; গত বছর এপ্রিল মাসে তার সঙ্গে বিয়ে হয়েছিল সুভাষ পালের। শুধু স্বামী-স্ত্রী থাকতেন ওই বাড়িতে, দূরে সুভাষের ভাইয়েরা থাকতেন।

সুভাষের ভাইয়ের পরিবারের লোকেরা পুলিশকে জানান, শুক্রবার সকালে সুভাষদের ঘরের দরজায় তালা ঝুলানো দেখতে পান তারা; তবে সুভাষ কোথায় গেছেন, কাউকে কিছু বলে যাননি। বেলা বাড়ার সাথে সাথে খোঁজখবর শুরু হয়। কিন্তু দেখা যায় স্বামী-স্ত্রী দুজনেরই মোবাইল সুইচ-ওফ । ঘরের জানালার ফাঁক দিয়ে উঁকি মারলে বিছানায় শুয়া অবস্থায় আবছা ভাবে দেখা যায় পিঙ্কিকে। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পিংকির মৃতদেহ শায়িত অবস্থায় দেখতে পায়। তার নাক ও মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসার চিহ্ন পাওয়া যায়। শরীরের বিভিন্ন স্থানে দেখা যায় আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল। মৃত দেহ দেখে অনুমান করা হচ্ছে মারধরের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে পিংকিকে। খুব সম্ভবত বৃহস্পতিবার গভীর রাতে পিংকিকে হত্যা করে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায় সুভাষ।

পিঙ্কির বাবার বাড়ির লোকেদের বক্তব্য অনুযায়ী,সুভাষ প্রায়ই যৌতুকের জন্য পিংকির উপর নির্যাতন চালাত। তারা জানিয়েছেন বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ পিংকির সাথে মোবাইলে শেষ যোগাযোগ হয়েছিল। সুভাষের ভাইয়ের পরিবারের লোকেরাও জানিয়েছেন বৃহস্পতিবার সকালে তারা স্বাভাবিক অবস্থায় দেখেছিলেন পিংকিকে। এখন পুলিশ সুভাষকে খুঁজছে।

Comments are closed.