লিংক রোড থেকে চুরি হওয়া স্কুটি মিলল গান্ধী মেলার পাশে, গ্রেফতার ১
স্কুটি, বাইক প্রভৃতি দ্বিচক্রযান চুরির ঘটনা অহরহই ঘটে চলেছে শহর শিলচরে, তবে চোর ধরা পড়ার ঘটনা ঘটছে কমই। এবার এক স্কুটি চোরকে ধরতে সক্ষম হলো পুলিশ।
শহরের লিংক রোড এলাকা থেকে একটি স্কুটি চুরি হয় শনিবারে। তদন্তে নেমে পুলিশ অজয় দাস নামক এক ব্যক্তি এই ঘটনায় জড়িত বলে জানতে পারে।
রবিবার পুলিশ খবর পায় অজয় দাস ওই চুরির স্কুটি নিয়ে গান্ধী মেলার আশেপাশেই অবস্থান করছে। গান্ধী মেলার অস্থায়ী পুলিশ আউটপোস্ট থেকে সাথে সাথে পুলিশ কর্মীরা গিয়ে তাকে স্কুটি সমেত আটক করেন; অজয় দাসের এক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয় । পরবর্তীতে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
অজয় দাস শিলচরের মেহেরপুর এলাকার পাঁচঘরির বাসিন্দা। এই ঘটনার সাথে কোন চক্র জড়িত আছে কিনা এই ব্যাপারে পুলিশি তদন্ত চলছে।
এদিকে, বাইক চুরির অন্য এক ঘটনায় রবিবার রাতে সোনাই রোড বিহারী পট্টি থেকে চুরি হওয়া একটি বাইক সোমবার পরিত্যক্ত অবস্থায় মেহেরপুর শিবালিক পার্ক থেকে উদ্ধার করে পুলিশ। সম্ভবত বাইক এর মধ্যে কোন যান্ত্রিক ত্রুটি বা জ্বালানি ফুড়িয়ে যাওয়ার জন্য বাইক ফেলে পালিয়ে যায় চোর।
একজন দ্বিচক্রযান চোর ধরা পড়ায় হয়তো শহরে চুরির ঘটনা কিছুদিনের জন্য কিছুটা হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.