Also read in

বিরল তবু সত্য! ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে দুই দুষ্কৃতীকে আটক করল পুলিশ

গত কয়েক মাস ধরে লাগাতার একের পর এক ছিনতাই, ডাকাতি ইত্যাদি ঘটনায় কোণঠাসা পুলিশ বিভাগ। দুষ্কৃতীরা একেবারেই তোয়াক্কা করছে না। তবে সম্প্রতি পুলিশ বিভাগে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, তরুণ আধিকারিকদের গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্তি দেওয়া হয়েছে এবং তারা কিছু কিছু ঘটনায় সাফল্য পাচ্ছেন। মঙ্গলবার রাতে লিঙ্ক রোডের এক ব্যক্তির তিন মাস আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করেছিল পুলিশ। এবার প্রকাশক মিতা দাস পুরকায়স্থের মোবাইল খুঁজে বের করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। তাদের ধরতে গিয়ে আহত হয়েছেন পুলিশের আধিকারিক।

গত শুক্রবার রাতে শিলচর শহরের উকিলপট্টি এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন প্রকাশক মিতা দাস পুরকায়স্থ। রাতে প্রেস থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হঠাৎ করেই পিছন থেকে হামলা চালায়। এতে তিনি আহত হন এবং দুষ্কৃতীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বহুবছর ধরে এভাবেই রাতের বেলা হেঁটে সাবধানে বাড়ি ফিরেছেন, কখনও আক্রান্ত হননি। এই প্রথম অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বাড়ির সামনেই তার উপর হামলা চালিয়েছে। তারা এতটাই পটু, তিনি কিছু বোঝার আগেই মোবাইল নিয়ে পালিয়ে গেছে। একা মহিলা, ঘটনার পর অসহায় ভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ বুঝতেই পারছিলেন না কি করবেন। যখন হুশ ফিরে অন্য এক মোবাইল দিয়ে পরিচিত লোকদের ফোন করেন। এরপর তিনি সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

তার অভিযোগের উপর ভিত্তি করে মোবাইলের নেটওয়ার্ক ধরে তল্লাশি চালান পুলিশের আধিকারিকরা। শেষমেষ বড়খলা বিধানসভার অধীনে দুধপাতিলে বুধবার সকালে দুস্কৃতির খোঁজ পাওয়া যায়। পুলিশ আধিকারিকরা সেখানে গেলে এলাকাবাসীরা প্রতিবাদ করেন এবং পুলিশের ওপর হামলা করেন। তবে পুলিশের তরফে প্রতিবাদ ঠেকিয়ে দুই দুষ্কৃতীকে আটক করা হয়। পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশসুপার জগদিশ দাস জানিয়েছেন, তারা অপরাধমূলক কাজের বিরুদ্ধে নতুন করে পরিকল্পনা নিয়েছেন এবং ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করেছে। তিনমাস আগে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে, তার মানে ভবিষ্যতে আরো অনেক এমন বিষয়ে সাফল্য আসবে।

মঙ্গলবার দেবোপম পুরকায়স্থ নামের এক ব্যক্তির তিন মাস আগের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছিল পুলিশ। শিলচর শহরে এমন ঘটনা অত্যন্ত বিরল, তবু দু’একটা এমন নিদর্শন দেখা দেওয়ায় অনেকেই স্বস্তিবোধ করছেন। তবে সম্প্রতি কয়েক মাসে যেসব বড় অঙ্কের টাকা ছিনতাই হয়েছে সেটা এখনো উদ্ধার হয়নি বা কেউ আটক হয়নি। যদি আগামীতে ছিনতাইবাজদের এভাবে আটক করা সম্ভব হয় তাহলে অবশ্যই বলা যাবে পুলিশের কাজে উন্নতি হচ্ছে।

Comments are closed.

error: Content is protected !!