Also read in

জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হলো 'পোল এক্সপ্রেস', যাবে সীমান্ত এবং গ্রামাঞ্চলে

 

জেলা প্রশাসনের উদ্যোগে ভোটদাতাদের ভোট দিতে আকৃষ্ট করার উদ্দেশ্যে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অধীনে শুক্রবার দুপুরে মক পোলিং সেন্টার শুরু করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘পোল এক্সপ্রেস’। এদিন জেলাশাসক কার্যালয় চত্বরে জেলাশাসক কীর্তি জাল্লি, ডিআইজি সাউদার্ন আসাম রেঞ্জ দেবজ্যোতি মুখার্জি, পুলিশসুপার বিএল মিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পোল এক্সপ্রেস মূলত গ্রামাঞ্চলে সীমান্ত এলাকায় ঘুরবে। সাধারণ মানুষকে ভোট দেওয়ার প্রক্রিয়া হাতেকলমে দেখানো হবে গাড়িটির মাধ্যমে। কাছাড় জেলার এসভিইইপি উদ্যোগের আওতায় নতুন ভোটদাতাদের ভোটদানে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিশেষ করে মহিলা ভোটদাতাদের এবছর সচেতন করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জেলাশাসক কীর্তি জাল্লি বলেন, “আমি নিজে একজন মহিলা এবং আমাদের নির্বাচন আধিকারিকও একজন মহিলা। আমরা এবছর নতুন মহিলা ভোটদাতাদের বিশেষভাবে সচেতন করতে চাইছি। ‘পোল এক্সপ্রেস’ নামের এই মক পোলিং সেন্টার গাড়িটি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে। ভোট দিতে সচেতন করার সঙ্গে সঙ্গে কিভাবে ভোটদানের প্রক্রিয়ায় অংশ নিতে হয়, সেটা বাস্তবিকভাবে দেখিয়ে দেওয়া হবে। এছাড়া আমরা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তরুণ ভোটারদের সচেতন করছি।”

ডিআইজি দেবজ্যোতি মুখার্জি বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ এবং প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি ভোটদাতাদের নিজেদের সাংবিধানিক অধিকার সম্পন্ন করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা প্রত্যেক ভোটদাতার কাছে আবেদন করছি, আপনারা আগামী নির্বাচনে নিজেদের অধিকার অবশ্যই প্রয়োগ করবেন।”

পুলিশসুপার বিএল মিনা নির্বাচন বিভাগের কাজের প্রশংসা করেন এবং জেলার প্রত্যেক ভোটদাতাদের ভোট দিতে আহ্বান জানান।

পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন আইএএস বিভোর আগরওয়াল, তার সঙ্গে সহযোগিতা করছেন আধিকারিক বিকাশ ছেত্রী, রনবিজয় দাস সহ অন্যান্যরা। বিভিন্ন সামাজিক সংগঠনকে এই কাজে যুক্ত করা হয়েছে তারা প্রশাসনের সঙ্গে মিলে ভোটদাতাদের সচেতন করা হবে।

Comments are closed.

error: Content is protected !!