Also read in

আভার পৌষ-ভোগালি মিলনমেলা শুরু গান্ধীবাগে

 

উগ্র জাতীয়তাবাদ যখন আসামের মানুষের জীবন বিষিয়ে দেওয়ার চক্রান্ত করছে ঠিক তখনই অসমিয়া-বাঙালি ঐক্যকে আরও শক্তিশালী করতে রবিবার বিকেলে শিলচর গান্ধীবাগে শুরু হল দুদিনের পৌষ-ভোগালি মিলনমেলা। এ দিন গান্ধীবাগে প্রদীপ জ্বালিয়ে এই মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ন ঠাকুর। এই পৌষ-ভোগালি মিলনমেলার আয়োজন করেছে অল আসাম বেঙ্গলি হিন্দু আ্যসোসিয়েশন, আভা।

উদ্বোধন পর্বে পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ন ঠাকুর বলেন, আভার উদ্যোগে আয়োজিত দুই জাতি গোষ্ঠীর মিলনের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু এমন উদ্যোগ শুধু শিলচর কাছাড় বা বরাকে নিলেই চলবে না। প্রকৃত মিলন চাইলে একইরকম উদ্যোগ নিতে হবে ব্রহ্মপুত্র উপত্যকায়ও। তিনি বলেছেন এ ক্ষেত্রে সরকারকে যেমন দায়িত্ব নিতে হবে তেমনি তৎপর হতে হবে আমলাদেরও।

অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন উপ পুরপ্রধান চামেলি পাল, সাংবাদিক হারাণ দে ও সঙ্গীত শিল্পী নিপু শর্মা। স্বাগত বক্তব্যে আভা সভাপতি বাশুদেব শর্মা বলেন, অসমিয়া-বাঙালি মিলনের শুরুটা আমরা করলাম, ঐক্যের এই প্রয়াস নিয়ে যাব ব্রহ্মপুত্র উপত্যকায়। যাতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এতে সামিল হতে পারেন।
মিলনমেলার মঞ্চ উৎসর্গ করা হয়েছে হেমাঙ্গ বিশ্বাস, জ্যোতিপ্রসাদ আগরওয়াল, কালিকাপ্রসাদ ভট্টাচার্য এবং ভূপেন হাজারিকার নামে। মেলায় বসেছে রকমারি পিঠে পুলির স্টল।মেলা চলবে সোমবার পর্যন্ত। সহযোগিতায় রয়েছে শিলচর পুরসভা।

Comments are closed.