জোরকদমে চলছে শিলচর মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতি, মুখ্যমন্ত্রী নিজেই খোঁজখবর রাখছেন
শিলচরে অনুষ্ঠিতব্য আসাম মন্ত্রিসভার বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে । আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার শিলচরে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বর্ষাকালে দুইবার বন্যাসহ বিভিন্ন কারণে তিনবার এই বৈঠক স্থগিত হওয়ার পর চতুর্থবার অবশ্যই এটা ঘটতে চলেছে। আসামের ক্যাবিনেট মন্ত্রীরা এবং রাজ্য সরকারের সহযোগীরা আগামী বৃহস্পতিবার শিলচরে উপস্থিত থাকবেন। এটি একটি বহুল প্রতীক্ষিত সভা কারণ বরাক উপত্যকার মানুষের উন্নয়নের ক্ষেত্রে এই বৈঠকটি “সুসংবাদ” নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে৷
মন্ত্রিসভার বৈঠকের তারিখ ঘনিয়ে আসায় শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। এত বিপুল সংখ্যক প্রতিনিধি ও মন্ত্রীরা শিলচরে আসছেন, তাই সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বরাক উপত্যকায় এই প্রথম মন্ত্রিসভার বৈঠক। আসামের মুখ্যমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাছাড়ের জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসেন শুধু মাত্র আসন্ন বৈঠকের কাজ এবং প্রস্তুতি পরীক্ষা করার জন্য। হিমন্ত বিশ্ব শর্মা হাতে থাকা কাজ সহ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং প্রকল্পগুলিও খতিয়ে দেখেন।
এদিকে শহরে রাস্তা মেরামত করা হচ্ছে এবং ডিভাইডারগুলি ঠিক করা হচ্ছে। শহরটি অবশ্যই অতিথিদের জন্য যাতায়াত এবং বাসস্থান মসৃণ করতে একটি পরিবর্তিত রূপ পাচ্ছে যদিও বিরোধী দলসহ বিভিন্ন সংগঠন স্মারকলিপি ও বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি আদায়ে জোর দিতে শুরু করেছে।
আজকের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব সমীর কুমার সিনহা এবং সাধারণ প্রশাসন বিভাগের মুখ্য সচিব অবিনাশ জোশীও উপস্থিত ছিলেন।
Comments are closed.