Also read in

রাহুল গান্ধীর জনসভায় ছাত্র: আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগে শোকজ পাঁচ স্কুলকে

রাহুল গান্ধীর জনসভায় স্কুল ইউনিফর্ম পরিহিত ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যম গুলোতে তীব্র চাপান-উতোর চলছিল দুদিন ধরে। এবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি সরকারিভাবে শোকজ করলেন সংশ্লিষ্ট পাঁচ স্কুল কর্তৃপক্ষকে।

যে পাঁচটি স্কুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেগুলো হলো, আদর্শ বিদ্যালয়, পাঁচগ্রাম কৌমি মাদ্রাসা, মৌলানা আব্দুল আলী মেমোরিয়াল জালালিয়া মাদ্রাসা, অক্সফোর্ড হাই স্কুল এবং ক্যামব্রিজ হাই স্কুল। এই সবগুলি স্কুলই পাঁচগ্রাম এলাকায় অবস্থিত।

পাঁচগ্রামে অনুষ্ঠিত কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সভায় এই বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতিতে উষ্মা ব্যক্ত করে শো-কজে বলা হয়েছে, “শিক্ষা দানের মতো এক মহান পেশায় জড়িত শিক্ষিত ব্যক্তি হিসেবে আপনারা এই পেশাকে অপমানিত করেছেন”। নির্বাচনী আচরণ বিধি ভেঙে ছাত্রদেরকে কেন সভায় নিয়ে যাওয়া হল, তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে শোকজে।

নির্বাচন কমিশনের এই শোকজের মাধ্যমে প্রতীয়মান হলো যে, ছাত্রদেরকে এভাবে দলীয় সভায় নিয়ে যাওয়া নির্বাচনী আচরণবিধি ভঙ্গের নামান্তর।

Comments are closed.

error: Content is protected !!