
ইস্ত্রি ছাড়া ইউনিফর্ম পরার অপরাধে ছাত্রকে মারধর বরাক উপত্যকার বেসরকারি স্কুলে, থানায় অভিযোগ দায়ের
পড়ার জন্য পর্যন্ত ছাত্র-ছাত্রীকে মারধর করা যেখানে অপরাধ, সেখানে শুধুমাত্র ইস্ত্রি ছাড়া ইউনিফর্ম পরার খেসারত দিতে হল করিমগঞ্জের পঞ্চম শ্রেণীতে পাঠরত এক ছাত্রকে। ঘটনাটি ঘটেছে গতকাল করিমগঞ্জের রোনাল্ড স্কুলে।
জানা যায়, ছাত্রের বাবা নির্ঝর পাল এবিষয়ে করিমগঞ্জ পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান। তার অভিযোগে নির্ঝর পাল উল্লেখ করেন যে তার ছেলে অন্য সবদিনের মতই গতকাল স্কুলে গিয়েছিল। তিনি অভিযোগে জানান, “যে মুহুর্তে আমার ছেলে ক্লাসে প্রবেশ করে, সঙ্গে সঙ্গেই জনি স্যার তার কাছে আসেন এবং তাকে জিজ্ঞেস করেন যে স্কুলে আসার আগে তার ইউনিফর্মটি ইস্ত্রি করা হয়েছে কিনা। উত্তরে আমার ছেলে ইস্ত্রি করা হয়নি বলে জানানোর সঙ্গে সঙ্গে জনি স্যার নির্দয়ভাবে তাকে মারতে শুরু করেন।”
তিনি আরও যোগ করেন যে জনি স্যার তার ছেলের মুখ ও মাথায় আঘাত করেছেন এবং ফলে তার ছেলে গুরুতরভাবে আহত হয়েছে। “আমার ছেলে এবং তার সহপাঠীরা আমাকে জানায় যে জনি স্যার তার মাথায় ও মুখে মেরেছেন। সঙ্গে সঙ্গে আমি তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার চিকিৎসা হয়। এখনও সে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছে।” অভিযোগে তিনি যোগ করেন।
এদিকে জানা যায়, অন্যান্য অভিবাবকরা এবং বেশ কয়েকটি সামাজিক সংগঠন এই ধরনের কাজের তীব্র নিন্দা করেছে। সুপ্রিম কোর্ট যেখানে শারীরিক শাস্তি প্রদান নিষিদ্ধ করেছে, সেখানে শুধুমাত্র সঠিকভাবে ইউনিফর্ম না পরার জন্য মারধর করা কিছুতেই গ্রহণযোগ্য নয় বলে তারা সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। এ ধরনের ঘটনায় অন্যান্য অভিভাবকরাও চিন্তিত হয়ে পড়েছেন।
Comments are closed.