সুস্মিতার পালে হাওয়া তুলতে আসছেন প্রিয়ঙ্কা, হবে রোড শো
রবিবার শিলচরে আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল শিলচর রোড শোতে অংশ নেবেন তিনি।
এই সেদিন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পাঁচগ্রামে বরাকের দুই প্রার্থীকে জেতাতে জোরদার সভা করে গেলেন, এবার আসছেন বোন প্রিয়ঙ্কা। তবে এবার সভা নয়, রোড শো। রংপুর থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবেন প্রিয়ঙ্কা, শহরতলীর দিকেও যাবেন। সক্রিয় রাজনীতিতে নবাগতা হলেও নতুন প্রজন্মের ভোটারদের কাছে প্রিয়ঙ্কা খুবই জনপ্রিয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা এবং রোড শোয়ে এর প্রমাণ পাওয়া গেছে। যদি কোন কারণে প্রিয়ঙ্কা ১৪ তারিখ আসতে না পারেন, তাহলে এই রোড শো হবে ১৬ এপ্রিল।
প্রিয়ঙ্কার রোড শো সুস্মিতাকে কিছুটা হলেও সহায়তা করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
মর্যাদাসম্পন্ন শিলচর লোকসভা আসন ধরে রাখতে কংগ্রেস সর্বশক্তি নিয়োগ করছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তনয়া শর্মিষ্ঠা মুখার্জি বৃহস্পতিবার সুস্মিতা দেবের হয়ে জোর প্রচারে অংশ নেন। প্রধানমন্ত্রী মোদির সফর নিয়ে শহরে অন্য মেজাজ থাকলেও সুস্মিতাসহ স্থানীয় কর্মীদের এক বিশাল নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে চষে বেড়ান তিনি।
এদিকে সুস্মিতার প্রচারে কংগ্রেসের তারকা প্রচারক তথা পাঞ্জাবের পর্যটন, সংস্কৃতি বিভাগের মন্ত্রী নভজোৎ সিং সিধুর আজ সকালে ইটখলা খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা আছে।
Comments are closed.