Also read in

"আগলা পিএম ক্যায়সা হো, রাহুল গান্ধী য্যায়সা হো" ধ্বনির মধ্যে প্রিয়ঙ্কার বিশাল রোড শো শিলচরে

কংগ্রেস দলের জেনারেল সেক্রেটারি প্রিয়ঙ্কা গান্ধী আজ শহরে এসে এক বিশাল রোড-শোয়ের মাধ্যমে শিলচর কেন্দ্রের প্রার্থী সুস্মিতা দেবের পক্ষে প্রচার চালালেন।

রোড-শো দুপুর একটা নাগাদ ক্লাব রোড থেকে শুরু হয়ে নাজিরপট্টি, হাসপাতাল রোড হয়ে রাঙিরখাড়িতে গিয়ে শেষ হয় বিকেল পৌনে তিনটে নাগাদ। বিমান বন্দর থেকে শহরে আসার পথে উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে পূজো দেন প্রিয়ঙ্কা ।

প্রার্থী সুস্মিতা দেব এবং কংগ্রেস দলের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা এবং প্রাক্তন সাংসদ পবন সিং ঘাটোয়ার এই রোড-শোয়ে অংশগ্রহণ করেন।

চা বাগানের শ্রমিক সহ এক বিশাল সংখ্যক জনতা এই রোড শোতে অংশগ্রহণ করে স্লোগান তোলেন “চৌকিদার চোর হ্যায়”, “আগলা পিএম ক্যায়সা হো, রাহুল গান্ধী য্যায়সা হো”। এই বিপুল জনতার উপস্থিতি কংগ্রেস কর্মীদের শহর পরিক্রমায় খুবই উজ্জীবিত দেখায়।

প্রিয়ঙ্কা তার বক্তব্যে বলেন, সুস্মিতার মধ্যে তিনি তার দিদিমা ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পাচ্ছেন। সুস্মিতা সাধারণ জনগণের প্রগতি এবং উন্নতির জন্য কাজ করে চলেছেন, তাই জনগনের উচিত তাকে নেতা হিসেবে নির্বাচিত করা।

কাগজ কল প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, কাগজ কলের দুটো ইউনিটই কংগ্রেস জমানায় লাভজনক শিল্প হিসেবে ছিল। এখন বিজেপি জমানায় শ্রমিক কর্মচারী এবং সংশ্লিষ্ট জনগণ ভুগছেন কিন্তু সরকার এই বিষয়ে কিছুই করছে না। প্রিয়ঙ্কা সাধারণ জনগণকে ভোট দেওয়ার আগে দুটো দলের নির্বাচনী ইস্তাহার পড়ে দেখতে বলেন।

রোডশোয়ের শেষে প্রিয়াঙ্কা বিকেল ৩-৩০ মিনিট নাগাদ কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে আবার রওনা হয়ে যান।

গতকালের হিমন্ত বিশ্ব শর্মার রোড শো-এর সাথে স্বাভাবিকভাবেই তুলনা এসে যাচ্ছে আজকের প্রিয়াঙ্কার রোড শোয়ের। এমন মন্তব্য করতেও শোনা গেছে, জনগণের প্রকৃত নেতা জনতার সাথে পদযাত্রায় সামিল হন, আর প্রিয়াঙ্কার মত নেত্রী গাড়ি চড়ে যান আর তার সাথের জনগণ চলেন পায়ে হেঁটে।

Comments are closed.