Also read in

কোভিড-১৯ : শিলচর মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা ডঃ জয়তী চক্রবর্তী আর নেই, শোকের ছায়া শহর জুড়ে

সংস্কৃতি জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব উইমেন্স কলেজের বাংলা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর জয়তী চক্রবর্তী আর আমাদের মধ্যে নেই। ‌

মাত্র ৪৮ বছর বয়সে আজ সন্ধ্যা ৬-১৫ মিনিটে শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে  বিগত ২৬ এপ্রিল শিলচর সিভিল হাসপাতাল। ঐদিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আগে থেকেই মধুমেহ রোগে ভুগছিলেন ।

প্রদত্ত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে,

“Jayati Chakraborty, 48 yr old female known diabetic for 10 yrs presented with shortness of breath and was admitted on 26/4/21 following RAT positivity done in civil hospital . she presented with sPO2 87% on Room air . She was admitted in covid icu and was diagnosed as Covid pneumonia with Dm . she was initially put on NIV for many days after which she was mechanically  yesterday following detoriation of oxygen . She expired today at 6.15 pm”

উনার স্বামী ও কোভিড সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এক শিশু পুত্র রয়েছে তাদের। তার অকাল প্রয়াণে শোক ব্যক্ত করে উইমেন্স কলেজের অধ্যক্ষ মনোজ পাল বলেন, “আমি বাকরুদ্ধ হয়ে গেছি, ভাবতেও পারিনি এমন দুঃখজনক ঘটনাটা ঘটতে পারে।”

Comments are closed.