Also read in

চলে গেলেন বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সুবীর কর

চলে গেলেন বরাক উপত্যকার বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সুবীর কর। অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন ধরে শিলচরের নাইটেঙ্গল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাত ১০টা ১৫ মিনিটে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। রেখে গেছেন স্ত্রী কে। তাঁর মৃত্যুতে বরাক উপত্যকার সাহিত্য সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ড. সুবীর করের মূল বাড়ি ছিল করিমগঞ্জে। প্রথম জীবনে তিনি করিমগঞ্জ কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। পরে চলে যান আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তাঁর সাহিত্য কৃতী বরাক উপত্যকার সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের কলকাতায়ও সমাদৃত হয়েছে।

উপত্যকার ভাষা আন্দোলন ১৯৬১ সালের ১৯ শে মে নিয়ে তিনি লিখেছেন প্রামাণ্য গ্রন্থ। নাম ‘বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস’। যে গ্রন্থটি উত্তরপূর্বাঞ্চলে এতটাই জনপ্রিয় হয়েছিল যে তিনি এরপর দ্বিতীয় সংস্করণও প্রকাশ করেছিলেন । সুবীর কর তাঁর অধ্যাপনার জীবনে আরও বেশ কয়েকটি বই লিখেছেন। লিখেছেন অসংখ্য প্রবন্ধও। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী তাঁর কাছে গবেষণা করেছেন। ক্লাসে পাঠদান ছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন।

তিনি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন।

Comments are closed.