বিশ্ব বাঙালি পুরস্কার- ২০১৯ পাচ্ছেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য
বিশ্ব বাঙালি সংঘ এ বছর যে ৫ জনকে বিশ্ব বাঙালি পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছে, তার মধ্যে বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্ব আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্যও রয়েছেন। সম্প্রতি আসামে নিপীড়িত ও সর্বহারা বাঙালিদের পক্ষে মসি যুদ্ধে লিপ্ত হয়ে সম্মুখ সমরে লড়াই করার জন্য অধ্যাপক ভট্টাচার্যকে এই পুরস্কার দেওয়া হবে।
অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের সাথে আরও যে চারজনকে পুরস্কার দেওয়া হবে তাদের মধ্যে দুজন ভারতবর্ষের এবং দুজন বাংলাদেশের। তারা হলেন অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায় (ভারত), কবি পার্থ বসু (ভারত), অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ) ও আবদুল্লাহ আবু সায়ীদ (বাংলাদেশ)।
গত শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সাংবাদিক সম্মেলনে এই পাঁচজনকে পুরস্কারে ভূষিত করার কথা জানান বিশ্ব বাঙালি সংঘের পক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান; উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কবি ও সম্পাদক রাজু আহমেদ মামুন সহ অন্যান্য সদস্য – সদস্যরা।
অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায়কে পুরস্কার দেওয়া হচ্ছে বিহারের মানভূম-সিংভূম বাংলা ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য। কবি পার্থ বসুকে মনোনীত করা হয়েছে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ও বিপন্ন বাঙালিদের অধিকার রক্ষায় সাম্প্রতিককালে সামাজিক গণমাধ্যম থেকে গড়ে ওঠা বাংলা পক্ষ আন্দোলনের সক্রিয় পুরোধা ব্যক্তিত্ব হিসেবে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে বাংলাদেশের স্কুল কলেজের আশি লক্ষেরও বেশি শিক্ষার্থীকে সৃজনশীল বই পড়া আন্দোলনে যুক্ত করে উন্নত জাতি গঠন প্রক্রিয়ায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে। বাংলা ভাষা শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে মনোনীত করা হয়।
২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি অনুষ্ঠান করে এই সম্মাননা এবং পুরস্কারের অর্থমূল্য মনোনীত পাঁচজনের হাতে তুলে দেওয়া হবে।
Comments are closed.