Also read in

ইভিএম রাখা স্ট্রং রুমে অস্বাভাবিক গতিবিধি: প্রার্থী, এজেন্ট ছুটলেন নেট্রিপ

আজ দ্বিপ্রহরে ইভিএম রাখা স্ট্রং রুমে হঠাৎ অস্বাভাবিক গতিবিধি একটি মনিটরে পরিলক্ষিত হয়। এই খবর পেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী তথা সংশ্লিষ্ট মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং নেট্রিপে সিসিটিভি ফুটেজ দেখার জন্য হাজির হন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ক্যামেরা সোনাই বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলো মনিটর করছিল। কংগ্রেস দলের মুকেশ পান্ডে, কামাখ্যা প্রসাদ মালা এবং এআইইউডিএফ এর নির্বাচনী এজেন্ট একে আজাদ লস্কর পরিস্থিতি অবগত হওয়ার জন্য মনিটরিং কক্ষে যান। প্রশাসনের তরফ থেকে এডিসি সুমিত সত্যবান এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক রা তাদের সাথে ছিলেন। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত সময়ের ধারণকৃত সিসিটিভি ফুটেজ দেখার জন্য অনুরোধ জানালে বিরাট বড় স্ক্রিনে ঐ সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় ।

ফুটেজ ভালোভাবে পরীক্ষা করে দেখা যায় মাকড়সার জাল এক দিক থেকে আরেক দিকে উড়ে যাচ্ছে । সম্ভবত, মাকড়সার জালের এক দিক থেকে আরেক দিকে উড়ে যাওয়া কে অস্বাভাবিক গতিবিধি হিসেবে শনাক্ত করে সেন্সর সতর্ক সঙ্কেত দেয় । অতিরিক্ত জেলা শাসক সত্যবান নিশ্চিত করেন যে, ভেতরে মাকড়সার গতিবিধি এই কাণ্ড ঘটিয়েছে ।

এআইইউডিএফ এর নির্বাচনী এজেন্ট এ কে আজাদ লস্কর বলেন, “মনিটরে যা দেখা গেল তাতে মানুষের চলাচল মনে হচ্ছে না। তবে আমরা পুরো ফুটেজ দেখিনি, পুরোটা দেখে নিশ্চিত হওয়া যাবে।”

 

অতিরিক্ত পুলিশ অধীক্ষক জগদীশ দাস ও ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। এখানে উল্লেখ্য, নেট্রিপে আসাম পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে। প্রার্থীদের প্রতিনিধিরাও ওই স্থানে রয়েছেন যারা মনিটরে দিবা রাত্র সতর্ক দৃষ্টি রাখতে পারেন।

Comments are closed.

error: Content is protected !!