
নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে হাইলাকান্দিতে সড়ক অবরোধ
নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সড়ক অবরোধ কে কেন্দ্র করে সোমবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দির কৃষ্ণপুর বাজার এলাকা। পুলিস কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রায় অর্ধ শতাধিক কর্মীকে আটক করেছে।
এদিন সকালে কে এম এস এস এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সদস্যরা কৃষ্ণপুর বাজারে জাতীয় সড়ক অবরোধ করে ক্যাব বিরোধী নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তুলেন।
খবর পেয়ে লালা পুলিশ ও আব্দুল্লাপুর ফাঁড়ির পুলিশ সহ ব্যাটেলিয়ন জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ আন্দোলনকারীদের আটক করে থানায় তুলে নিয়ে আসে।
এদিনের সড়ক অবরোধ আন্দোলনের নেতৃত্ব দেন কে এম এস এস নেতা জহির উদ্দিন লস্কর ও ছাত্র মুক্তির ফরিদ উদ্দিন লস্কর। ক্যাব বিরোধী আন্দোলনে এদিন উত্তাল হয়ে ওঠে গোটা কৃষ্ণপুর বাজার এলাকা ।
Comments are closed.