নাগরিকত্ব বিলের বিরোধিতা করে বন্ধের সমর্থন বরাকেও, পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা
নাগরিকত্ব বিলের বিরোধিতা করে বন্ধের সমর্থন বরাকেও, পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা
নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কুশপুত্তল দাহ করে প্রতিবাদ জানাল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। রবিবার বিকাল ৩টায় ছাত্র মুক্তির হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, উপসভাপতি জহিরুল ইসলাম মজুমদার, শিক্ষা সম্পাদক রিজুয়ান আহমদ মাঝারভূইয়া, লালা ব্লক সভাপতি জাভেদ আক্তার বড়ভূইয়া, সম্পাদক হানিফ আহমদ লস্কর, কাটলিছড়া ব্লক সভাপতি খাইরুল ইসলাম বড়ভূইয়া, কার্যকরি সভাপতি ইকবাল বাহার বড়ভূইয়া, উপসভাপতি ইমদাদ আহমদ, সাধারণ সম্পাদক মর্তুজা আলম বড়ভূইয়া, হানিফ আহমদ প্রমুখের নেতৃত্বে সাহাবাদ বাজারে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সোচ্চার হন সংগঠনের শতাধিক কর্মী।
প্রতিবাদস্থলে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ, নাগরিকত্ব বিল বাতিল করতে হবে, অসম সরকার হায় হায় প্রভৃতি স্লোগানে উত্তাল করে তুলে ছাত্র মুক্তির সদস্যরা। এদিন ছাত্র মুক্তির পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে প্রকৃত ভারতীয়দের অস্তিত্ব হরণ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উত্থাপন করা হয় । ছাত্র মুক্তির নেতারা নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে ৪৪টি জাতীয় ও জনগোষ্ঠী সংগঠনের ডাকা আগামী ২৩ অক্টোবর ১২ ঘন্টাব্যাপী ‘অসম বনধ’ সফল করতে সর্বশ্রেণীর জনগণকে আহ্বান জানান।
এখানে উল্লেখ্য, ছাত্র সংগ্রাম সমিতি হল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ছাত্র সংগঠন। আজকের এই ঘটনায় প্রতীয়মান হলো যে, হাইলাকান্দিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ভিত রয়েছে।
Comments are closed.