Also read in

গনদাবি অবহেলিত, ভাষা শহীদ স্টেশন হচ্ছেনা

শিলচর স্টেশন কে ভাষা শহীদ স্টেশন করার আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর  হল। আজ বিধানসভায় শিলচর রেল স্টেশন এর নাম ‘ভাষা শহীদ স্টেশন’ করা নিয়ে  করিমগঞ্জ এর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে শিল্প ও বানিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি জানান যে “বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই নুতন নামাকরন স্থগিত রাখা হয়েছে।”

এতদঞ্চলের জনগন একাদশ শহিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য দীর্ঘদিন ধরে এই নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। উল্লেখ্য যে ১৯৬১ সনের ১৯শে মে মাতৃভাষা রক্ষার দাবিতে  আন্দোলন করে এই রেল স্টেশনেই একাদশটি তাজা প্রাণ ঝরে পড়েছিল। অনেক আবেদন, নিবেদন আন্দোলনের পরে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিলেন, কিন্তু আজকের বিধানসভায় দেওয়া এই বিবৃতিতে এতদঞ্চলের জনসাধারনের আশা আকাঙ্ক্ষার প্রতি সরকার এর উদাসীনতা প্রকাশ পেল।  

ভাষা শহীদ স্টেশন স্মারক সমিতির সাধারন সম্পাদক রাজীব কর এই প্রসঙ্গে বলেছেন, “বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির এই মন্তব্য সরকারের দুমুখো নীতির বহিঃপ্রকাশ কারন ২০১৬ সালের ২৪শে এপ্রিল কাছাড়ের পুলিশ সুপার জানিয়েছিলেন যে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন হলে সর্ব স্তরের জনসাধারন খুশি হবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন সম্ভাবনা নেই।”

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের শ্রী অজয় রায় জানিয়েছেন যে আগামী কাল এই বিষয়ে এক বিশেষ সভায় পরবর্তী আন্দোলনের রুপ রেখা তৈরি হবে।

Comments are closed.