
'জনস্বার্থে' ডাঃ কল্লোল ভট্টাচার্যকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদলি করা হল ডিফুতে
অবশেষে বদলির আদেশ এলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাঃ কল্লোল ভট্টাচার্যের। সোমবার জারি করা হয় এই বদলির নির্দেশ ( নং এইচএলবি/৩৯২/২০১৯/ পি টি/১৬)।
বদলির নির্দেশে উল্লেখ করা হয়েছে, বিগত ২৬ বছরেরও অধিক সময় ধরে ডাঃ ভট্টাচার্য্য কাজ করছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে; এবার জনস্বার্থে তাকে বদলি করা হল ডিফুর অসম হিলস মেডিকেল কলেজ এন্ড রিসার্চ ইন্সটিটিউটে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ডিফুর কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে । সাধারণত এ ধরনের বদলির নির্দেশে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষকে বলা হয় বদলিপ্রাপ্ত চিকিৎসক বা আধিকারিককে রিলিজ করে দিতে। কিন্তু ডাক্তার ভট্টাচার্য্যের ক্ষেত্রে অতিরিক্ত সচিব সরাসরি তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছেন। ইতিমধ্যেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগ করার জন্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
এই নির্দেশে ‘জনস্বার্থে’ উল্লেখ থাকলেও অবহিত মহল মনে করছেন, বিগত দিনগুলোতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে খাদ্য কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতেই তার এই বদলির নির্দেশ। মেডিকেলের ডায়েট সেকশনে রোগীদের খাদ্য সামগ্রী নিয়ে কোটি কোটি টাকার কেলেঙ্কারির কাহিনী প্রকাশ্যে আসার পর উঠে আসে ডাক্তার ভট্টাচার্যের নাম ও। তাকে ডায়েট সেকশনের ইনচার্জসহ ডেপুটি সুপারিনটেনডেন্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয় কেলেঙ্কারি নিয়ে পুলিশি তদন্ত শুরু হওয়ার পর গ্রেফতার এড়াতে ডাক্তার ভট্টাচার্য্য ইতিমধ্যেই আগাম জামিন নিয়ে রেখেছেন।
Comments are closed.