পুলওয়ামা নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, গুয়াহাটির শিক্ষিকার বিরুদ্ধে শিলচরে মামলা
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের নিয়ে ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট দেওয়াতে গুয়াহাটির আইকন কমার্স কলেজের শিক্ষিকা পাপড়ি বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হল শিলচরে। চেঙকুরি রোডের বাসিন্দা শুভাশিস চৌধুরি শনিবার দুপুরে সদর থানায় পাপড়ি বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেন। আইপিসি ৫০৭, আইপিসি ২৯৪ এবং ৬৬ আইটি অ্যাক্টের অধীনে এটাকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গুয়াহাটির আইকন কমার্স কলেজের সহকারি অধ্যাপিকা পাপড়ি বন্দোপাধ্যায় শুক্রবার তার ফেসবুকের ওয়ালে সেনা জওয়ানদের নিয়ে অশালীন মন্তব্য করে একটি বিরাট পোস্ট দেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্টটির বিরুদ্ধে আপত্তি জানান, কিন্তু তারপরও শিক্ষিকাটি সেনা জওয়ানদের নিয়ে আরও মন্তব্য করতে থাকেন। পাকিস্তানের বিতর্কিত সাংবাদিক তারেক ফতেহও পোস্টটি শেয়ার করেন। এদিকে অসম পুলিশের টুইটার হ্যান্ডেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এক ব্যক্তির পোস্টের উত্তরে অসম পুলিশের টুইটার হ্যান্ডেলে কড়া ভাষায় বলা হয়, এদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরে অবশ্য পাপড়ি পোস্টটি মুছে ফেলেন, তবে শনিবার দুপুরে চেঙকুরি রোডের বাসিন্দা শুভাশিস চৌধুরি তার বিরুদ্ধে শিলচরে মামলা করেন।
পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত জানিয়েছেন, আইপিসি ৫০৭ আইপিসি, ২৯৪ এবং ৬৬ আইটি অ্যাক্টের অধীনে এটিকে নেওয়া হয়েছে। তবে এটি শিলচরের ঘটনা না হওয়াতে মামলাটি গুয়াহাটিতে ট্রান্সফার করা হচ্ছে। সেখান থেকেই ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদিও আপাতত মহিলাকে গ্রেফতার করা হয়নি।
সারাদেশে বিভিন্ন এলাকায় এভাবে সেনাবিরোধী পোস্টের জেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে। এরই আরেক সংযোজন এই ঘটনাটি। পোস্ট এবং মামলার জেরে ইতিমধ্যেই পাপড়ি বন্দোপাধ্যায়কে তার শিক্ষা প্রতিষ্ঠান বরখাস্ত করেছে বলে জানা গেছে।
Comments are closed.