Also read in

পুলওয়ামার জবাব দিতে সীমান্তে যেতে প্রস্তুত প্রাক্তন সেনারা: ব্রিগেডিয়ার এনডি জোশি

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা জওয়ানদের হত্যার বিরুদ্ধে উচিত জবাব দিতে গিয়ে যদি কেন্দ্র সরকার বড় কোনো পদক্ষেপ নেয়, তাতে আমরা সরকারের পাশে আছি। যদি প্রাক্তন সেনাদের ডেকে বলা হয় তোমরাও যুদ্ধে আসো, আমরা আবার সীমান্তে গিয়ে বন্দুক নিয়ে দাঁড়াতে প্রস্তুত, এমনটাই জানালেন ডিরেক্টরিয়েট অফ সৈনিক ওয়েলফেয়ার, আসাম এর অধ্যক্ষ তথা প্রাক্তন সেনাকর্মী ব্রিগেডিয়ার এনডি জোশি।

সৈনিক কল্যাণ বোর্ডের তরফে আয়োজিত প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে শিলচরে এসে তিনি কথাগুলো বলেন। তার কথায়, জম্মু-কাশ্মীরে জঙ্গিরা নৃশংস ভাবে আমাদের ৪২জন সেনা কর্মীকে হত্যা করেছে, এটা অত্যন্ত দুঃখের। এই ঘটনার প্রেক্ষিতে কি জবাব দেওয়া হবে সেটা একমাত্র ঠিক করতে পারে কেন্দ্র সরকার এবং সাধারণ মানুষের মতো আমরাও সরকারের সিদ্ধান্ত জানতে মুখিয়ে রয়েছি। তবে আমরা প্রাক্তন সেনা, আমরা এখনও বন্দুক চালাতে জানি, যদি আমাদের সীমান্তে ডেকে বলা হয় বন্দুক ধরো, আমরা তাতে প্রস্তুত।

শিলচরে সৈনিক কল্যাণ বোর্ডের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় এদিন এনডি জোশি ছাড়াও অংশ নেন কর্নেল এস প্রবীণ এবং অন্যান্য অতিথিরা। প্রাক্তন সেনা জওয়ানদের চাকরি থেকে অবসরের পরও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চললে অনেক সুযোগ সুবিধা সহজে গ্রহণ করা যায়, এই উদ্দেশ্যে বোর্ড প্রাক্তন সেনাদের নিয়ে প্রত্যেক বছর অনুষ্ঠান আয়োজন করে থাকে।

Comments are closed.