পুলওয়ামা হত্যা : প্রতিবাদে আবেগের মোমবাতি মিছিল, দিনভর পুড়লো কুশপুত্তলিকা
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এক মোমবাতি মিছিলের আয়োজন করল শহরের আবেগ নামের একটি সামাজিক সংস্থা। পাশাপাশি এদিন বেশ কয়েকটি সংগঠন জঙ্গিদের কুশপুতুল পোড়ানো সহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন রাখে। শিলচর গুরুচরণ কলেজ, এনআইটি, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রীরা ও ক্যান্ডেল মার্চ করে প্রতিবাদ জানায়।ঘটনায় সমস্ত উপত্যকায় শোকের ছায়া নেমে এসেছে, সবাই নিজের মতো করে দুঃখ এবং রাগ প্রকাশ করছেন।
এদিন সন্ধ্যা ছয়টায় প্রেমতলা পয়েন্ট থেকে শ’খানেক যুবক-যুবতী নীরব মোমবাতি মিছিল করে। মিছিল শেষে তারা বলে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা রয়েছে। আমরা ঘটনায় অত্যন্ত ব্যথিত এবং আমরা চাই এর উত্তর কড়া ভাষায় দিক আমাদের সরকার। দেশের জওয়ানদের প্রাণ অত্যন্ত মূল্যবান, এভাবে তাদের মেরে ফেলা হবে এবং আমরা চুপ থাকবো এটা হবেনা। এই ব্যথা দেশের প্রত্যেক যুবক-যুবতীর মনে রয়েছে। সবাই চায় জওয়ানদের হত্যার বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হোক।
এদিকে হিন্দু ছাত্র সংগঠন, হিন্দু নাগরিক মঞ্চ, বিরাট হিন্দুস্তান সঙ্ঘম, মাইফা সহ বিভিন্ন সংগঠন জঙ্গি এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কুশপুতুল দাহ করে। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এদিন কড়া ভাষায় বলেন, এবার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানের এক একজন নাগরিককে দেখে নিতে হবে। যদি নরেন্দ্র মোদী কাজটি করতে সমর্থ না হন, তবে তিনি আমাদের বলে দিন, আমরা দেখিয়ে দেব পাকিস্তানকে কিভাবে সোজা করতে হয়।
মাইফার তরফে সেরাম হেরাজিৎ সিংহ বলেন, এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার নয়, বর্তমান সরকার জঙ্গিদের আটকাতে অসমর্থ হচ্ছে, আমরা চাই তারা রাজনীতির উর্ধ্বে উঠে দেশের সুরক্ষা নিয়ে ভাবুক।
Comments are closed.