Also read in

প্ৰায় সাত ফুট লম্বা অজগর সাপ, ঢুকে গেল গাড়ির ইঞ্জিনের ভেতরে

দুদিন আগে উদ্ধার হওয়া অজগর সাপকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় অঘটন।

উধারবন্দের গোসাইপুরে প্রায় সাত ফুট লম্বা এক অজগর সাপকে উধারবন্দ বন বিভাগ উদ্ধার করেছিল।

বিভাগীয় কর্মীরা বড়াইল পাহাড়ের গভীর অরণ্যে সাপটিকে ছাড়ার জন্য মধুরার ইন্দ্রনগর রওনা হয়েছিলেন।

পথে উধারবন্দের পানগ্রামে থাকা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে বনবিভাগের গাড়ির চালক দেখতে পান সাপটি ব্যাগ থেকে বের হয়ে চালকের সামনে একটি ছিদ্র দিয়ে গাড়ির ডেক্সপুটের ভিতরে ঢুকে গেছে।

পরে খবর দেওয়া হয় এ বিষয়ে অভিজ্ঞ উধারবন্দের মৃনাল বড়ভুইয়াকে।

পরে দীর্ঘ ৩ ঘন্টা প্রচেষ্টার পর গাড়ির ডেক্সপুট খুলে সাপটিকে বের করে পরে বিকাল বেলা বড়াইল পাহাড়ে নিয়ে ছাড়া হয়।

Comments are closed.

error: Content is protected !!