Also read in

রাধামাধব কলেজের অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য করোনায় আক্রান্ত

এবার শিলচর রাধামাধব কলেজের সহকারি অধ্যাপক অরুণাভ ভট্টাচার্যের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এখানে উল্লেখ্য, গ্রিন হিলস হাসপাতালের ডিরেক্টর রুদ্র নারায়ণ গুপ্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকায় অরুনাভ ভট্টাচার্যের নামও ছিল।

“যেদিন আমি প্রথম জানতে পারলাম যে রুদ্রের কোভিড ১৯ ধরা পড়েছে, সেদিনই আমি নিজেকে আমার বাড়ির একটা ঘরে বিচ্ছিন্ন করে রেখেছিলাম। সেইসঙ্গে আমি রুদ্রের সংস্পর্শে এসে ছিলাম বলে প্রশাসনকে জানাই। তারা তখন আমাকে সোয়াব টেস্টের জন্য শিলচর আইএসবিটিতে যেতে পরামর্শ দেন।” অরুণাভ ভট্টাচার্য বরাক বুলেটিনের সঙ্গে আলাপচারিতায় এ কথাগুলো জানান।

অধ্যাপক ভট্টাচার্যের লালা রসের নমুনা গত ৭ জুলাই আইএসবিটিতে সংগ্রহ করা হয়েছিল এবং তারপর থেকে তিনি রিপোর্টের অপেক্ষা করছিলেন।

তিনি জানান যে আজ প্রশাসনের প্রতিনিধিরা তাকে ফোন করে তার কোভিড পজিটিভ আসার বিষয়টি জানান। তাকে খুব শীঘ্রই শিলচর সিভিল হাসপাতালে ভর্তি করা হবে। সেইসঙ্গে প্রশাসনের লোকজন তার সঙ্গে এক্ষেত্রে খুব ভালো ব্যবহার করেছেন বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক ইতিমধ্যেই তার সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রশাসনকে জানিয়েছেন। তিনি যেহেতু কলেজে যাননি এবং বাড়ির বাইরেও বের হন নি, তাই তার সংস্পর্শে আসা তালিকায় শুধু পরিবারের সদস্যরা রয়েছেন বলে তিনি মনে করেন।

Comments are closed.