Also read in

রাধেশ্যাম কে কংগ্রেস প্রার্থী ! সতু রায়ের পদত্যাগ দাবি হাইলাকান্দিতে

কংগ্রেসে যোগ্য প্রার্থী নেই, তাই ইউ ডি এফ দলের সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেস টিকিট প্রদানের প্রস্তাব দিয়ে দলীয় কর্মীদের সমালোচনার মুখে পড়লেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। বৃহস্পতিবার সতু রায়ের পদত্যাগের দাবি উঠল হাইলাকান্দি জেলা থেকে ।

এদিন হাইলাকান্দি জেলাকংগ্রেসের ইয়াং ব্রিগেডের পক্ষে জেলাসভাপতি আজমল হুসেন চৌধুরী, জেলা যুব কংগ্রেসের সম্পাদক মেহেবুব সুবান লস্কর, সাজাহান চৌধুরী, যুব কংগ্রেসের হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজু মিরা , অসম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক সহিদুল ইসলাম বড়ভুইয়া, আলগাপুর বিধানসভা ভিত্তিক যুব ব্রিগেডের সাধারন সম্পাদক জানুন হুসেন হাজারি, যুব ব্রিগেডের হাইলাকান্দি বিধানসভার সম্পাদক মুনিম আহামেদ, নজু আহামেদ,হাইলাকান্দি বিধানসভা ভিত্তিক যুবকংগ্রেসের সহসভাপতি জামিল আহামেদ লস্কর, হাইলাকান্দি এন এস ইউ আই-র জেলাসভাপতি জাহিদ আহমেদ
মেদ বরভুইয়া এবং ইকবাল হুসেন বড়ভুইয়া প্রমুখ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সতু রায়ের পদত্যাগ দাবি করে বলেন, প্রয়োজনে লোকসভা ভোটের আগে জেলা কংগ্রেস ভবনে তারা তালা ঝুলিয়ে দেবেন বলে হুংকার দেন। লোকসভা নির্বাচনের আগে প্রার্থীকেন্দ্রিক এই সংঘাতে উতপ্ত হয়ে উঠেছে হাইলাকান্দি কংগ্রেসের অন্দরমহল।

যুব বিগ্রেডের নেতারা এদিন করিমগঞ্জ জেলাকংগ্রেস সভাপতি সতু রায়ের লিখা চিঠির তীব্র সমালোচনা করেন।। উল্লেখ্য, করিমগঞ্জ জেলাকংগ্রেস সভাপতি সতু রায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং অসমের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াতকে এক চিঠি লিখে করিমগজ লোকসভা কেন্দ্রের বর্তমান এ আই ইউ ডি এফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করার সুপারিশ করেছেন।

দলীয় যুবা বাহিনীর সাথে কোন প্রকার আলোচনা না করে সতু রায়ের এভাবে হরিশ রাওয়াতকে চিঠি লিখা নিয়ে সন্দেহ ব্যক্ত করে তারা বিদ্রোহের ডাক দিয়েছেন । উল্লেখ্য গত পাঁচ মার্চ করিমগঞ্জ জেলাকংগ্রেসের সভাপতি সতু রায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং অসমের ইঞ্চার্জ হরিশ রাওয়াতকে এক পত্র লিখে বলেছেন যে, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রসে টিকেটের জন্য আবেদনকারীদের মধ্যে যোগ্য কোন প্রার্থী নেই। তাদের মধ্যে তুলনামূলকভাবে স্বরুপ দাস যোগ্য প্রার্থী কিন্তু তার তপশিলি জাতি হওয়া নিয়ে বিভিন্নজনের আপত্তি থাকায় তাকে দলের প্রার্থী করা ঝুকিপূর্ন কাজ হবে। এই অবস্থায় এ আই ইউ ডি এফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করার পক্ষে তিনি যুক্তি প্রদর্শন করেছেন।

এছাড়াও রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করলে কংগ্রেসের কিভাবে উপকার হতে পারে সেব্যাপারেও তিনি পত্রে উল্লেখ করেছেন। আর এভাবেই করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতির এক চিঠিকে কেন্দ্র করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই প্রার্থীকেন্দ্রিক সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে হাইলাকান্দি কংগ্রেসে। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রে রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেস প্রার্থী করা হয় তাহলে তারা গনহারে দল থেকে পদত্যাগ করার পাশাপাশি হাইলাকান্দি জেলাকংগ্রেস ভবনে তালা ঝুলিয়ে দেবেন বলেও হুংকার দেন । লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত হাইলাকান্দির জেলাকংগ্রেস ভবনে তালা ঝুলবে বলে তারা ঘোষণা দিয়ে রেখেছেন।

বিজেপিকে জেতানোর জন্য সতুবাবু এই ষড়যন্ত্র করছেন বলে তাদের অভিযোগ। তাদের সাফ কথা করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকেটের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে যে কাউকে মনোনয়ন দেওয়া হলে তাদের কোন আপত্তি থাকবে না । তবে এ আই ইউ ডি এফ-র রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেস প্রার্থী করা হলে তারা কোন অবস্থায় তা মেনে নেবেন না।।।

এই নিয়ে আরো জানতে ক্লিক করুন

Comments are closed.

error: Content is protected !!