শিলচরে প্রদীপ কুমার দে, করিমগঞ্জে সতু রায় এবং হাইলাকান্দিতে রাহুল রায় হলেন জেলা কংগ্রেস সভাপতি।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, বিক্ষুব্ধ গোষ্ঠীর আপত্তি উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদে নিয়ুক্তি পেলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। সর্বভারতীয় কংগ্রেস কমিটি ( এ আই সি সি) সভাপতি রাহুল গান্ধী হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদে রাহুল রায় সহ অসমের তেত্রিশ টি জেলার সভাপতি পদে নিয়ুক্তি দিয়েছেন।
আজ এ আই সি সি সাধারন সম্পাদক অশোক গেহলট এক বিবৃতিতে অসমের তেত্রিশ টি জেলার জেলা কংগ্রেস সভাপতিদের নামের তালিকা প্রকাশ করেছেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গান্ধী অসমের তেত্রিশ টি জেলার জেলা কংগ্রেস সভাপতি পদে নিয়ুক্তি দিয়েছেন। তন্মধ্যে শিলচর জেলা কংগ্রেস সভাপতি পদে প্রদীপ কুমার দে, করিমগঞ্জে সতু রায় এবং কার্বি আংলং এ বীরেন সিং ইংতি রয়েছেন। উল্লেখ্য, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদে রাহুল রায়ের নির্বাচনের প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষুব্ধ গোষ্ঠী এ পি সি সি র দ্বারস্থ হয়েছিল। বিক্ষুব্ধরা রাহুল রায়ের পরিবর্তে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেসি নেতাকে এই পদে নিযুক্তির দাবি জানিয়েছিল এপিসিসির কাছে। যদিও বিক্ষুব্ধ গোস্টীর সব ধরনের অভিযোগ, দাবিকে উড়িয়ে দিয়ে এ আই সি সি সভাপতি রাহুল গান্ধী , হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদে রাহুল রায়ের নির্বাচনকে অনুমোদন জানিয়ে নিযুক্তি দেন। এদিকে জেলা কংগ্রেস সভাপতি পদে রাহুল রায়ের নিয়ুক্তির অনুমোদনের খবর হাইলাকান্দি পৌছানর সাথে সাথে উল্লাসে মেতে উঠেন রাহুল পন্থী কংগ্রেসি নেতা কর্মী সমর্থকরা ।
শিলচর এবং করিমগঞ্জে এ বিষয়ে খুব একটা প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।
Comments are closed.