পাঁচগ্রামে রাহুল গান্ধীর সভা: পড়ুয়াদের যোগদানে অক্সফোর্ড স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেবাকে বলল হাইলাকান্দি প্রশাসন
ছোট ছোট স্কুল পড়ুয়াদের রাজনৈতিক সভায় পাঠানোর জন্য পাঁচগ্রামের অক্সফোর্ড স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সেবা)কে যথোচিত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দান করল।
সেবাকে লেখা এক চিঠিতে শুক্রবার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ গত মঙ্গলবার এক বিশাল সংখ্যক ছাত্রদেরকে স্কুল চলাকালীন সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইনটেক ফিল্ডের সভায সভায় প্রেরণ করেছিলেন। যা ১৯৫১ ইংরেজির রেপ্রেসেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী আচরণবিধি ভঙ্গ করেছে।
অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের উপর যে আস্থা রেখে তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছিলেন, তা সম্পূর্ণভাবে ভঙ্গ ও উপেক্ষা করেছেন কর্তৃপক্ষ। ঐদিন বৃষ্টি পড়ছিল এবং এক বিশাল সংখ্যক জনতা ওই রাজনৈতিক সভায় জমায়েত হয়েছিল। তাই যে কোন মুহূর্তে অঘটন ঘটতে পারত। স্কুল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ছাত্রদের এবং শিক্ষকদের ওই সভায় পাঠিয়েছিলেন যা স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের ভিডিও থেকে প্রতীয়মান হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই ধরনের অবহেলা, দায়িত্বহীনতা এবং প্ররোচিত আচরণ সম্বন্ধে অভিভাবরা অবহিত ছিলেন না।
তাই সেবা সেক্রেটারিকে প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী অক্সফোর্ড স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন জেলা উপযুক্ত।
এখানে উল্লেখ্য, রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রী স্কুল উনিফরম পরিহিত অবস্থায় যোগদান করেছিল। এই নিয়ে আগেই পাঁচটি স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলেন জেলা উপায়ুক্ত।
Comments are closed.