কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন রাহুল, দল ছাড়ার সংকেত!
নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে , বাঙালি হিন্দুর পাশে দাঁড়াতে শেষ পর্যন্ত হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী গৌতম রায়ের পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায়। শনিবার হাইলাকান্দিতে জেলাকংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে রাহুল রায় তার এই সিদ্ধান্তের কথা জানান । তিনি বলেন, ‘’জাতির চাইতে রাজনীতি বড় নয়’’। তাই জাতির এই সংকটকালে তিনি দলীয় পদ ছেড়ে বাঙালি হিন্দুর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।৷
এদিন তিনি সরাসরি বিলকে সমর্থন করে জেলা কংগ্রেস সভাপতির পদ ছাড়ার কথা জানান।। কার্যকরী কমিটির সভায় রাহুল রায় তার সিদ্ধান্তের কথা জানাতেই রায়ের সমর্থকরা এক বাক্যে আপত্তি তোলেন। তাদের একই কথা, রাহুল রায়ের কংগ্রেস সভাপতির পদ ছাড়া চলবে না। যদিও সভায় রাহুল রায়ের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কংগ্রেসীরা তাকে বারবার অনুরোধ জানান। উত্তরে রাহুল রায় জানিয়ে দেন, তিনি দল ছাড়বেন না। তবে এই পদে থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে আন্দোলন করা তার পক্ষে সম্ভব হবে না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
সভায় নজরুল ইসলাম মিরা, কমরুল ইসলাম বড়ভুইয়া, হীরেন্দ্র চন্দ্র পাল , হিরালাল দত্ত পুরকায়াস্থ, প্রাক্তনজেলা কংগ্রেস সভাপতি অশোক দত্তগুপ্ত, ওয়াদুজামান চৌধুরি, দেবাশিস নাথ, শুভংকর ভট্টাচার্য, হুসেন আহামেদ, শুভ্রজ্যোতি নাথ চৌধুরী, মনিরুল ইসলাম, জয়নাল আবেদিন প্রমুখ অংশ নিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে রাহুল রায়কে অনুরোধ জানান। কিন্ত রাহুল রায় তার সিদ্ধান্ত বদলাতে রাজি হন নি। এদিনের সভায় হাইলাকান্দি কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর কোনও নেতা উপস্থিত ছিলেন না।
Comments are closed.