Also read in

শিলচর লামডিং এর মধ্যে রেল পরিষেবা বিপর্যস্ত : অচলাবস্থা কতদিন চলবে তা অনিশ্চিত

অবরোধের ফলে শিলচর- লামডিং রেল পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। শিলচর স্টেশনের সুপারিনটেনডেন্ট বিপ্লব দাস জানিয়েছেন যে ডিমা হাসাও এর মধ্যে দিয়ে আজ কোনও ট্রেন চলাচল করেনি। এদিকে আজকের শিলচর-ত্রিবান্দ্রম বাতিল করে আগামীকাল সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে যাত্রার সুচি পুনর্নির্ধারিত হয়েছে। আগামীকালের শিলচর-গৌহাটি ফাস্ট প্যাসেনজার এবং গৌহাটি থেকে আসা ফাস্ট প্যাসেনজার বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আগামীকালের কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর থেকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

উত্তর কাছাড় পার্বত্য জেলা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস ফোরামের সভাপতি মি: ডেভিড অভিযোগ করে বলেছেন যে ব্রডগেজ সম্প্রসারণের সময় ডিমা হাসাও জেলার নিউ হাফলং এবং নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যে বসতবাড়ি রেল কর্তৃপক্ষ দখল করেছিল কিন্তু আজ পর্যন্ত সেই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়নি, এর জন্যই এই অনির্দিষ্ট কালীন রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং দাবী না মেটা পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে।

Comments are closed.