Also read in

রেল অবরোধ তুলে নিল আইএসএফ, পাহাড়ে রেল চলাচল স্বাভাবিক হচ্ছে

 

আজ দুপুর ১-৩০মি থেকে রেল অবরোধ প্রত্যাহারের কথা ঘোষণা করল এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম । এক প্রেস রিলিজ মারফত এই সংবাদ পরিবেশন করে ফোরাম জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস সহ বৈঠকের আহ্বানে আস্থা রেখে তারা এই অবরোধ প্রত্যাহার করে নিল। বৈঠক ১১ই মার্চ দুপুর দুটোয় দিসপুর জনতা ভবনে অনুষ্ঠিত হবে। ফোরামের সভাপতি ডেভিড কেইবম স্বাক্ষরিত প্রেস রিলিজে এই তথ্য প্রদান করা হয়েছে।

এখানে উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে অনির্দিষ্টকালীন রেল অবরোধের ডাক দিয়েছিল এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম। ব্রডগেজ রেল সম্প্রসারণের সময় জমির মালিকদের যে ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ ৪ কোটি ৫৬ লক্ষ টাকা পাওনা রয়েছে ক্ষতিগ্রস্ত মালিকদের।

এই অবরোধের ফলে বরাক, ত্রিপুরা, ডিমা হাসাওয়ের হাজার হাজার রেল যাত্রী বিপাকে পড়েছিলেন। প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রীর আশ্বাসে রেল অবরোধ প্রত্যাহার করার খবরে হাফ ছেড়ে বাঁচলেন ভুক্তভোগী জনসাধারণ। রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী কাল থেকে পাহাড় লাইনে রেল চলাচল স্বাভাবিক হবে।

Comments are closed.