Also read in

পিছিয়ে গেল রেল সেবা পুনরায় চালু করার দিন : বদরপুর লামডিং বিভাগে রেল চলতে পারে ১৮ই জুন।

ছয়টি বড় ধরনের ধস পতনের ফলে শিলচর-লামডিং রেলরুটে যাত্রী সেবা গত ১৩ জুন থেকে স্তব্ধ হয়ে আছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে যে এই রেল পরিষেবা আগামী ১৭ জুন, রবিবার পর্যন্ত বন্ধ থাকবে।
রেল দপ্তরের মুখপাত্র জানিয়েছেন যে রেলওয়ে ট্র্যাকের বিভিন্ন স্থানে কিছু বড় ধরনের মেরামতি কাজ চলছে এবং কিছু ট্র্যাকের ওপর থেকে ধস সরানোর কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছেন যে আগামী ১৭জুন নাগাদ ওরা এই কাজটা সম্পন্ন করে ১৮ জুন থেকে রেল পরিষেবা পুনরায় চালু করতে পারবেন,যদি আবার নতুন কোনো ধসপতনের ঘটনা না ঘটে।

রেল পরিষেবা বন্ধ থাকায় বরাক উপত্যকা এবং ত্রিপুরার যাত্রীসেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী দিনগুলোতে অনেক গুলো স্বল্প এবং দূরপাল্লার ট্রেন বাতিল হবে। কিছু ট্রেন হয়তো লামডিং অবধি চলতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রেল পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রয়াস অব্যাহত আছে।

Comments are closed.