
কাগজ কল কর্মীদের ২৪ মাসের বেতন প্রদানের আবেদন জানালেন রাজদীপ রায়
আসামের পাঁচগ্রাম ও জাগি রোডের দুটি বিলুপ্তপ্রায় মিলের কর্মচারীদের কমপক্ষে চব্বিশ মাসের বেতন দেওয়ার আবেদন জানালেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। লোকসভা অধিবেশনের ‘জিরো আওয়ার’ চলাকালীন শিলচরের সাংসদ ভারী শিল্প মন্ত্রীর উদ্দেশ্যে এই আবেদন রাখেন। উল্লেখ্য, মিল দুটো হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত। এই মিল দুটোতে কর্মচারীদের নিয়মিতভাবে বেতন দেওয়া হয়েছে ৩৫ মাস আগে। উভয় মিলে উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে।
সাংসদ লোকসভা অধিবেশনে উল্লেখ করেন,” দুটো মিলে প্রায় ৫০০০ জন কর্মচারী রয়েছেন এবং ২৫ হাজারেরও বেশি জীবন এই দুটি মিলের উপর নির্ভরশীল। প্রায় তিন বছর ধরে মিল দুটো বন্ধ হয়ে রয়েছে। সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে এখন পর্যন্ত ৫৩ জন লোক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। পরিবারের সদস্যদের প্রাথমিক চাহিদা পূরণ করতে অক্ষম হওয়ায় পরিবারের প্রধানরা আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।”
রাজদীপ রায় সেই সঙ্গে আরও জানান যে প্রাক্তন ভারী শিল্প মন্ত্রীর সঙ্গে এক প্রতিনিধিদল বিষয়টি নিয়ে তার আগেও দেখা করেছিলেন। রায় বলেন,” মন্ত্রী আমাদের বলেছিলেন যে বিষয়টি এনসিএলটি তে প্রেরণের আগে তিনি দুটি মিল পরিদর্শন করবেন। কিন্তু বাস্তবে তিনি তা করেননি। বরং বর্তমানে তিনি সরকার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় আমি নতুন ভারী শিল্প মন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখার এবং কমপক্ষে দুই বছরের বেতন প্রদানের ব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি।”
Comments are closed.