বিজেপি'র অসম প্রদেশ কমিটির সহসভাপতি ডাঃ রাজদীপ রায়, সম্পাদক কণাদ পুরকায়স্থ
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অসম প্রদেশ কমিটি আজ তার নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেছে। বরাক উপত্যকা থেকে চার জন প্রতিনিধি কোর কমিটিতে স্থান পেয়েছেন, কাছাড় থেকে তিনজন এবং করিমগঞ্জ জেলা থেকে একজন স্থান পেয়েছেন।
শিলচরের সাংসদ রাজদীপ রায় যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তাঁকে এবার বিজেপি অসম প্রদেশ কমিটির সহ সভাপতি করা হয়েছে। প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের ছেলে কণাদ পুরকায়স্থকে অসম প্রদেশ কমিটির সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।
লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা যিনি বিধানসভা নির্বাচনের সময় পার্টির দ্বারা কোণঠাসা হয়েছিলেন তাকে কমিটির অন্যতম মুখপাত্র এবং করিমগঞ্জ থেকে মুন স্বর্ণকারকে কমিটির এসসি মোর্চার সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
সাংসদ রাজদীপ রায় টুইটারে এ বিষয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি সব সিনিয়রদের ধন্যবাদ জানিয়েছেন তাকে রাজ্যের সহ সভাপতির দায়িত্ব অর্পণ করার জন্য। তিনি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন বলে টুইটারে উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে বিজেপির অসম প্রদেশ কমিটির নবনির্বাচিত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে প্রত্যেক নবনির্বাচিত পদাধিকারী কাজ করবেন এবং তাদের পরিষেবার মাধ্যমে অসম উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Comments are closed.