শিলচরে বিজেপি প্রার্থী রাজদীপ রায়, করিমগঞ্জে কৃপানাথ মালা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেপি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর নির্বাচন চক্রে রাজদীপ রায় এবং করিমগঞ্জ নির্বাচন চক্র থেকে কৃপানাথ মালা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শিলচর এবং করিমগঞ্জের সাথে আসামের অন্য ৬টি কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করা হল আজ। লক্ষ্মিমপুর কেন্দ্রে প্রদান বড়ুয়া, ডিব্রুগড়ে বর্তমান সাংসদ রমেশ্বর তেলি, যোরহাট কেন্দ্রে মন্ত্রী তপন গগৈ, গুয়াহাটিতে কুইন ওজা, মঙ্গলদৈ কেন্দ্রে দিলীপ শইকীয়া এবং ডিফু কেন্দ্রে হরেন সিং বে বিজেপির প্রার্থী হচ্ছেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসি কেন্দ্র থেকেই এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্র থেকে জানা যায়, গোয়ার মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের প্রয়াণে রাষ্ট্রীয় শোকের কারণে বিজেপির প্রার্থী তালিকার আনুষ্ঠানিক ঘোষণা বিলম্বিত হয়েছে। বিজেপির এক বর্ষীয়ান নেতা জানান, অন্যান্য যাবতীয় বিবরণ সহ দুজনের নামই জেপি নাড্ডার কাছে প্রেরণ করা হয়েছিল এবং দল এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
গত কয়েক মাস ধরেই ” শিলচরে বিজেপি’র প্রার্থী কে হবেন” এই নিয়ে অনেক আলোচনা চলছে। গৌতম রায়, দিলীপ পাল, হিমন্ত বিশ্ব শর্মা, কবীন্দ্র পুরকায়স্থের নাম ঘুরে ঘুরে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং সর্বোপরি সাধারণ জনগণের আলোচনায় বারবার ফিরে এসেছে।
বিজেপি সূত্র থেকে জানা যায়, প্রার্থীত্ব বাছাইয়ে রাজদীপ রায় ও কবীন্দ্র পুরকায়স্থের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা ছিল। কাছাড় বিজেপির মতামত ছিল কবীন্দ্র পুরকায়স্থের পক্ষে। তারা চাইছিলেন শিলচর থেকে প্রার্থী হন কবীন্দ্র পুরকায়স্থ। কিন্তু দলের হাইকমান্ড একটা পরিবর্তন চেয়েছিল বলে সূত্রটি জানায়।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও অভিজ্ঞ রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থ কয়েকদিন আগে আমাদের প্রতিবেদকের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, শিলচর থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবে সে সিদ্ধান্ত দলের হাইকমান্ডের। এত বছর ধরে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের কথা মাথায় রেখেই আমার নাম প্রার্থীদের জন্য আলোচিত হয়েছে।তবে দল যদি অন্য কাউকে প্রার্থী হিসেবে বেছে নেয় তাহলেও অবশ্যই সেই প্রার্থী সম্পূর্ণ ভাবে আমার সহযোগিতা এবং সমর্থন পাবে।
শিলচরে নির্বাচনের লড়াইয়ে এখন সুস্মিতা দেব বনাম রাজদীপ রায়। কে এই দৌঁড়ে জিতবেন সেটা সময়ই বলে দেবে এবং তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত।
Comments are closed.