Also read in

বিজেপি শূন্য বরাক থেকে গেরুয়া দূর্গে পরিণত শান্তির দ্বীপ; কৃপা, রাজদীপ দুজনেই জয়ী

২০১৪ সালে যদি ‘মোদি তরঙ্গ’ হয়, তবে ২০১৯ সালে এটিকে অবশ্যই বলতে হয় ‘সুনামি’। যা দেশের রাজনৈতিক মানচিত্র এবং বিশেষভাবে বরাক উপত্যকার মানচিত্রকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। ২০১৪ সালে তরঙ্গের বিরুদ্ধে কংগ্রেসের সুস্মিতা দেব বিজেপির কবীন্দ্র পুরকায়স্থকে ৩৫,২৪১ ভোটে পরাজিত করেছিলেন। ২০১৯ সালে এআইইউডিএফ এবং সিপিআইএম প্রার্থী না থাকায় রাজদীপ প্রায় ৬৫ হাজারেরও বেশি ভোটে মুখোমুখি সংঘর্ষে সুস্মিতা দেবকে পরাজিত করেন।

বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে ফলাফল প্রকাশের আগের দিন রাজদীপ রায় বলেন, তিনি বিশ্বাস করেন যে বরাক উপত্যকায় উভয় আসনে বিজেপি ভালো ফল করবে। তিনি এও বলেছিলেন, ২০১৪ সালে সুস্মিতা যত ভোট পেয়ে জয়লাভ করেছিলেন, এবার তিনি তারচেয়েও বড় পার্থক্য গড়ে জয়লাভ করবেন। তার ধারনা সত্য হয়ে গেছে এবং তিনি তার জয়ের মার্জিনকে দ্বিগুন করতে পেরেছেন।

রাজদীপ রায় শিলচর নির্বাচন চক্রের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, শিলচরের জনগণ, আমাদের দলের কর্মকর্তাদের ও জেলা নেতৃত্বকে আমি আমার জয় উৎসর্গিত করতে চাই। সঠিক পথ দেখানোর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্বশর্মা ও রঞ্জিত দাসকে। শিলচরবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আশীর্বাদ এবং ভালবাসার জন্য। এবার আপনাদের ভালবাসার প্রতিদান দেওয়ার পালা আমার।”

কৃপানাথ মালাহ হাইলাকান্দি ও করিমগঞ্জের জনগণকে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। কৃপানাথ এআইইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে হারিয়ে জয়ী হয়েছেন। উল্লেখ্য, রাধেশ্যাম ২০১৪ সালে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন।

অমিত শাহ যদি বিজেপির চাণক্য হন, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা উত্তর- পূর্বের অমিত শাহ। উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি ও এনডিএ’র ভাগ্য ঘুরিয়েছেন সুদক্ষতায়, এমনকি বরাক উপত্যকায়ও।

হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, “শিলচর লোকসভা সংসদীয় আসনে সুস্মিতা দেবের বিরুদ্ধে ৬৪ হাজারেরও বেশি ভোটে জয়ী হওয়ার জন্য রাজদীপ রায়কে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য শিলচরের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

তিনি কৃপানাথ মালাহকেও অভিনন্দন জানিয়েছেন, ” আপনাদের স্নেহ,ভালোবাসা বর্ষণের জন্য বরাক উপত্যকার জনগণের প্রতি আমরা গভীরভাবে ঋণী। শিলচরের পাশাপাশি করিমগঞ্জের সংসদীয় আসনেও আমরা জিতেছি। এআইইউডিএফ’র রাধেশ্যাম বিশ্বাসকে পরাজিত করে জয়ী হওয়ার জন্য কৃপনাথ মালাহকে অভিনন্দন জানাচ্ছি”।

Comments are closed.