শিলচরের রাধামাধব কলেজের উন্নয়নে সাংসদ রাজদীপ রায়ের প্রতিশ্রুতি
রাধামাধব কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আসামের শিক্ষা মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের হস্তক্ষেপ চাইবেন বলে জানালেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। পরবর্তী সময়ে সাফল্যের শিখরে পৌঁছোতে কলেজকে সহায়তা করারও আশ্বাস দিলেন সাংসদ। বৃহস্পতিবার দুপুরে রাধামাধব কলেজে সাংসদ রাজদীপ রায়কে সংবর্ধনা জানানো হয়। তিনি এরপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, কিছুদিনের মধ্যেই গুয়াহাটিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি মিলিত হবেন এবং কলেজের উন্নয়নের জন্য তার সঙ্গে কথা বলবেন। তিনি আরো বলেন,এই কলেজ কয়েক বছর ধরে ধাপে ধাপে উন্নতি করছে। তিনি উল্লেখ করেন যে কলেজে সিভিল সার্ভিসের প্রার্থীদের জন্য একটি কোচিং সেন্টার শুরু করার ব্যাপারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে তিনি কথা বলবেন।
শিলচর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে তার জয়ের ব্যাপারে তিনি বলেন, “এবারের জয় নিশ্চিতভাবে আরও বেশি মধুর, কারণ একবার আমি ব্যর্থ হয়েছি।” ২০১১ সালের বিধানসভা নির্বাচনে শিলচর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের বিরুদ্ধে তার পরাজয়ের কথা তিনি এখানে উল্লেখ করেন।
রাধামাধব কলেজের অধ্যক্ষ প্রভাত কুমার সিনহা এবং কলেজের গভর্নিং বডির সভাপতি এন বি দেও সভায় উপস্থিত ছিলেন। তিনি রাজদীপ রায়কে অভিনন্দন জানিয়ে বলেন, অর্থোপেডিকের সার্জন হওয়ার পাশাপাশি রায় উচ্চমানের মূল্যবোধের অধিকারী এবং নিজস্ব নীতি নিয়ে একজন ভালো মানুষ হিসেবেও পরিচিত। রাজদীপ রায় তার শৈশব থেকেই একজন নেতা ছিলেন, তিনি সঙ্গে যোগ করেন।
রাজদীপ রায়ের মা বাণী রায় তাঁর ছেলের প্রতি ভালবাসা এবং আশীর্বাদ প্রদানের জন্য বরাক উপত্যকার জনগণকে আহ্বান জানান। যাতে করে নবনির্বাচিত সাংসদ উপত্যকার নাগরিকদের আশা পূরণ করতে সমর্থ হন এবং তাদের জন্য কাজ করতে পারেন।উল্লেখ্য, অনুষ্ঠানে বাণী রায়কেও সংবর্ধনা জানানো হয়।
রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অরুনাভ ভট্টাচার্য বলেন, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি এখন পর্যন্ত অসাধারণভাবে তার যাত্রা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরো ভালোভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রাক্তন বিধায়ক এবং রাজদীপ রায়ের বাবা বিমলাংশু রায়ের প্রশংসা করে তিনি বলেন, কলেজের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি হিসেবে বিমলাংশু রায় কলেজের শ্রীবৃদ্ধি ও উন্নয়নে বিশেষ অবদান রেখেছিলেন।
Comments are closed.