সুস্মিতা দেবের বাসভবনে রাজদীপ রায়, প্রনাম করে আশীর্বাদ নিলেন বিথীকা দেবেরও
শিলচর নির্বাচন চক্র থেকে নবনির্বাচিত লোকসভা সদস্য রাজদীপ রায় আজ সুস্মিতা দেবের বাড়িতে যান বলে জানা যায়। বিপুল ভোটে জয়লাভ করার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিলচর তারাপুরে অবস্থিত বাসভবনে গিয়ে সুস্মিতা দেবের সঙ্গে তিনি দেখা করেন।
শুধু তাই নয়, রাজদীপ সুস্মিতার মা বিথীকা দেবের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। রাজদীপ শিলচর নির্বাচন চক্রের উন্নয়নের জন্য সুস্মিতার সহযোগিতা প্রার্থনা করেছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, বিজেপি প্রার্থী রাজদীপ রায় ৮১,৫৯৬ ভোটে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবকে পরাজিত করেছেন। সেই সঙ্গে সুস্মিতা দেব জীবনে প্রথমবারের মতো নির্বাচনী যুদ্ধে হার স্বীকার করতে বাধ্য হন। মূলত মোদি তরঙ্গে বিপুল ভোটে পরাজয় বরণ করতে হয়েছে সুস্মিতাকে। ফলাফল ঘোষণার পর তিনি নিজেও বলেছেন, নরেন্দ্র মোদির সঙ্গেই ছিল মূলত লড়াইটা। তবে ব্যবধান এত বিশাল হবে তা কখনো ভাবেননি বলে উল্লেখ করেন সুস্মিতা। যদিও জনগণের রায়কে সম্মান জানিয়েছেন তিনি।
এদিকে রাজদীপ রায়ও শিলচরের মানুষের ভালবাসায় আপ্লুত।আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে রাজদীপ উৎফুল্লভাবে বলেন,
“শিলচর নির্বাচন চক্রে বিজেপির পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। নরেন্দ্র মোদির অধীনে সমস্ত উন্নয়নমূলক কাজে আপনাদের বিশ্বাসের ফলই হচ্ছে আমার এই জয়। নির্বাচনে চমৎকার নেতৃত্ব দেওয়ার জন্য আমি আমাদের দলের সভাপতি অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ। সঠিক পথ দেখানোর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্বশর্মাকে। শিলচরবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আশীর্বাদ এবং ভালবাসার জন্য। এবার আপনাদের ভালবাসার প্রতিদান দেওয়ার পালা আমার।”
শিলচরের জনগণ আশা করছেন যে নবনির্বাচিত লোকসভা সদস্য তার কথা রাখবেন।
Comments are closed.