Also read in

প্রতীক্ষার অবসান ! দু'বছর পর শুরু সুপার ডিভিশন, অভিনবের বিরুদ্ধে কষ্টার্জিত জয় অরুণাচলের

প্রতীক্ষার অবসান। ‌ গত দুই বছর থেকে এই দিনটার দিকেই তাকিয়ে ছিলেন জেলার ফুটবলার সহ ফ্যানরা। অবশেষে বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। ‌করোনার দুঃস্বপ্নকে পিছনে ফেলে শিলচরে ফের শুরু হল রামানুজ গুপ্ত সুপার ডিভিশন ফুটবল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়লাভ করল অরুণাচল এস এস। তারা ৩-১ গোলে হারায় এবারই প্রথম সুপার ডিভিশন খেলতে নামা অভিনব ক্লাব কে।

সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের সবুজ গালিচায় জেলার শীর্ষ ফুটবলের আসর সুপার ডিভিশনের ম্যাচ চলছে, দু’বছরের এক দীর্ঘ বিরতির পর এদিন এই দৃশ্যটা দেখতে পেলেন ফুটবল পিপাসুরা। তার মধ্যে আবার কিক-অফ করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জাতীয় ফুটবলার করণজিৎ সিং। এ যেন ‘সনে পে সুহাগা’।

এদিন মাঠে নামার আগেই কিন্তু অভিনব ক্লাব এক অভিনবত্ব দেখিয়েছে। তারা দলের কোচ হিসাবে নিয়োগ করেছে রাজ্য মহিলা দলের প্রাক্তন ফুটবলার হেলেন মারকে। জেলার শীর্ষ স্তরের ফুটবলে এই প্রথম কোনও দল একজন মহিলাকে কোচ হিসেবে নিয়োগ দিল।

দু বছরের দীর্ঘ বিরতির পর সুপার ডিভিশনের আসর শুরু হয়েছে। তাই একটু বাড়তি প্রত্যাশা নিয়েই মাঠমুখো হয়েছিলেন দর্শকরা। তবে তাদের প্রত্যাশা কিন্তু এদিন পূরণ হয়নি। অরুণাচল জিতল ঠিকই, তবে মন ভরাতে পারল না। বরং, প্রত্যাশার চেয়ে অনেক ভাল পারফর্ম করল অভিনব। কিন্তু ফুটবলের দিক থেকে বিচার করলে উভয় দল কম্প্যাক্ট খেলতে পারেনি। দু’দলই গোটা ম্যাচে একের পর এক মিস পাস খেলে গেল। যা শীর্ষস্তরের ফুটবলে মোটেও প্রত্যাশিত নয়।

 

 

এদিন ছয় মিনিটে রাকেশ দাস গোল করে অরুণাচল কে (১-০) লিড এনে দেন। তবে এই লিড তারা বেশি সময় ধরে রাখতে পারেনি। ছন্নছাড়া ফুটবল খেলে ২২ মিনিটে গোল হজম করে তারা। অভিনব ক্লাব কে সমতায় ফেরান (১-১) ইডেন। সমতায় ফেরার পর খেলায় দাপটে দেখিয়েছে অভিনব। তবে দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি করে অরুণাচল। ‌দুই উইং দিয়ে বিপক্ষের রক্ষণে টানা আক্রমণ চালায় তারা। এতে কিছুটা চাপে পড়ে যায় অভিনব ক্লাবের ডিফেন্স লাইন আপ। এরোই ফায়দা তুলে ৭৫মিনিটে গোল করে অরুণাচল কে (২-১) লিড এনে দেন এন বিনান সিং। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৮৩ মিনিটে স্কোর ৩-১ করে দেন লেনিন সিং। এর সঙ্গেই অভিনব ক্লাবের লড়াইয়ে ফেরার আশা ও শেষ হয়ে যায়।

Comments are closed.

error: Content is protected !!